শিক্ষার আলো ডেস্ক
জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতার ভিত্তিতে সিন্যাপ্সের প্রকাশিত র্যাংকিংয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এবারো শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এর বর্তমান রেটিং হলো ৩৭৭৫। দ্বিতীয় অবস্থানে আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), তৃতীয় অবস্থানে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চতুর্থ স্থানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
আজ রোববার (১১ ফেব্রুয়ারি) সিন্যাপ্স তার নিজস্ব ফেসবুক পেজে এই র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে। ২০১৪ সাল থেকে ৫০টি জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতার ওপর ভিত্তি করে সিন্যাপ্স এই তালিকা প্রকাশ করেছে।
এবার দ্বিতীয় অবস্থানে থাকা শাবিপ্রবির রেটিং ৩৬৪৭, তৃতীয় অবস্থানে থাকা বুয়েটের রেটিং ৩৪৫২ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেটিং হলো ৩৪৪৯।
আরো পড়ুন-খুবি’র সাথে ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষর
এছাড়া,প্রকাশিত তালিকায় দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতায় ইতিবাচকভাবে এগিয়েছে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নতুন ২৭৭ রেটিং যোগ করে ৪ ধাপ এগিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এ র্যাঙ্কিংয়ে নবম স্থানে অবস্থান করা বিশ্ববিদ্যালয়টির বর্তমান রেটিং ২৬৬১ (+২৭৭)।
তালিকায় এক ধাপ এগিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে টপকে পঞ্চমে অবস্থান করছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এক ধাপ এগিয়ে সপ্তম অবস্থানে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, এক ধাপ পিছিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থান অষ্টম। দশম অবস্থানে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
Discussion about this post