শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় সেলফি ছবি আপলোড জটিলতায় একদিনেরও বেশি সময় বন্ধ থাকার পর ভর্তি আবেদন আবার শুরু হয়েছে।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, ওয়েবসাইটে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও সমস্যার সমাধানের পর বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ফের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর শুরু হয় এ আবেদন প্রক্রিয়া।
এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, সেলফি নিয়ে সমস্যার বিষয়টি জানার পর আবেদন প্রক্রিয়া বন্ধ রাখা হয়। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আবার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি বলেন, আবেদন করতে গিয়ে কেউ সমস্যায় পড়লেও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। পরেও সংশোধনের সুযোগ থাকবে। আবেদন চলাকালীন সংশোধনের সুযোগ দেওয়া হবে। অনলাইনে আবেদনপত্র গ্রহণ চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।
আরও পড়ুনঃ জবিতে নতুন ২ সহকারী প্রক্টর নিয়োগ
এরপূর্বে সার্ভারের কারিগরী জটিলতার কারণে অনলাইন আবেদন প্রক্রিয়া ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টা থেকে ১৫ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়।
আবেদন করার নির্দেশিকা ও বিস্তারিত তথ্য জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট www.gstadmission.ac.bd ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে পাওয়া যাবে।
Discussion about this post