শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষার জন্য যোগ্য আবেদনকারীদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। ফি জমা দিয়ে ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। এর আগে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য শিক্ষার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যোগ্য প্রার্থীরা এখন থেকে ফি জমা দিয়ে আগামী ২৩ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার্থীরা সোনালী ব্যাংক, বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে টাকা দিতে পারবেন। ‘ক’ গ্রুপ ৬০০ ও ‘খ’ গ্রুপের ৮০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
গত ১১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রাথমিক বাছাইয়ের জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি দুই শিফটে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যোগ্য প্রার্থীরা আগামী ২৩ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত এই ওয়েবসাইটের https://www.buet.ac.bd/মাধ্যমে ভর্তির ফি প্রদান করতে পারবেন এবং তারপরে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
প্রবেশপত্র ডাউনলোড ও অন্যান্য তথ্য জানতে এখানে ক্লিক করুন-
Discussion about this post