শিক্ষার আলো ডেস্ক
বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন আগামী ২৮ ফেব্রুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হবে। এবারের সমাবর্তন অনুষ্ঠান আফতাবনগর খেলার মাঠে আয়োজন করা হচ্ছে। সমাবর্তনে ভালো ফলাফল অজর্নকারী চার শিক্ষার্থীকে দেওয়া হবে স্বর্ণপদক।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সম্মতিক্রমে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ সময় তিনি গ্র্যাজুয়েটদের মধ্যে ডিগ্রি প্রদান করবেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন বক্তার পাশাপাশি বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ট্রাস্টি বোর্ডের চেয়ারপারর্সন সৈয়দ মনজুর এলাহী ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস্ রহমান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় সমাবর্তনের কার্যক্রম শুরু হবে। এদিন সকালে পবিত্র কুরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠের মধ্যদিয়ে সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সমাবর্তনে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২০ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে গাউন, টুপি, ট্যাসেল, উপহার সামগ্রী ও ব্যাগ সংগ্রহ করতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরো পড়ুন-মেডিকেল ভর্তি পরীক্ষায় ‘অনৈতিক সুবিধা পেতে’ শিক্ষামন্ত্রীকে এসএমএস !
এবারের সমাবর্তনে ডিগ্রি প্রদান করা হবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ২ হাজার ৮৬১ জন শিক্ষার্থীকে। আর সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে স্বর্ণপদক দেওয়া হবে চার শিক্ষার্থীকে।
এবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তনে স্বর্ণপদক পাচ্ছেন– কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর ডিগ্রিধারী সুমনা ইয়াছমিন, ফার্মেসি বিভাগের মোহাম্মদ আবু তায়েব, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক ডিগ্রিধারী লামিয়া তাসনিম মাহা এবং ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক ডিগ্রিধারী সাদ মাহবুব চৌধুরী। তাদের সবার সিজিপিএ ৪।
অন্যদের মধ্যে সমাবর্তনে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, আমন্ত্রণিত অতিথিবৃন্দ, তিন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষক, সমাবর্তন নেওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
Discussion about this post