শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ঢাকার ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ৫১ জন শিক্ষার্থী। এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া শীর্ষদের মধ্যে এই কলেজের শিক্ষার্থী সানজিদা সুলতানা মাহী আছেন ১১তম স্থানে।
কলেজ সূত্র জানা যায়, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১০৯৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ৮৯৯ জন এ+ পেয়েছেন। বিজ্ঞান থেকে প্রাপ্ত এ+ এর সংখ্যা ৬৯৬ জন। পাসের হার শতকরা ৯৯.৮২ ও এ+ প্রাপ্তির হার ৮২.০২ শতাংশ।
কলেজটি থেকে ২০২৩ সালেও ৩৫ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। সেই সঙ্গে বুয়েট ও প্রকৌশলের গুচ্ছ শাখাতেও শিক্ষার্থীদের সাফল্য ছিল। এছাড়া কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পেয়েছেন।
আরো পড়ুন-ফের একই কলেজের ৪১ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তির সুযোগ
এছাড়া, যাত্রাবাড়ীতে মো. মাহবুবুর রহমান মোল্লা প্রতিষ্ঠিত ‘ড. মাহবুবর রহমান মোল্লা কলেজ’ থেকেও এবার ৩০ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেলে কলেজ ও সলিমুল্লাহ মেডিক্যাল কলেজসহ দেশের বিভিন্ন সরকারি মেডিকেলে কলেজে ভর্তির সৌভাগ্য অর্জন করেছেন।
Discussion about this post