শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষে তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পাওয়া যাচ্ছে। গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে।
চুয়েট, কুয়েট ও রুয়েট স্নাতক পর্যায়ের সমন্বিত ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. সুদীপ কুমার পাল ও সদস্য-সচিব অধ্যাপক ড. মো. মহি উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আসন বিন্যাস ও রোল নম্বরও প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়েট, কুয়েট ও রুয়েট এর স্নাতক পর্যায়ের সমন্বিত ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ: ২০২৩-২০২৪ এর জন্য যে সকল আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে তাঁদের Application ID অনুসারে রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্র একসঙ্গে সংযুক্ত করা হয়েছে।
আবেদনকারীর ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট কেন্দ্রে কক্ষ নম্বর ভিত্তিক আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন-
Discussion about this post