শিক্ষার আলো ডেস্ক
গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ‘এ’ ইউনিটে পরীক্ষার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। দিনের ষষ্ঠ শিফটের পরীক্ষা শেষ হবে বিকেল ৫টা ৪০ মিনিটে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে জানা যায়, এ বছর মোট আসন সংখ্যা ১ হাজার ৮৪৪টি। এর মধ্যে অর্ধেক সংখ্যক আসন ছাত্রীদের জন্য বরাদ্দ।
রোববার কলা ও মানবিকী অনুষদভুক্ত ‘সি-১’ ইউনিটভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ এবং ‘সি’ ইউনিটের কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন-ঢাবি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
আগামী মঙ্গলবার এবং বুধবার ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া বৃহস্পতিবার ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ এবং ‘ই’ ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Discussion about this post