শিক্ষার আলো ডেস্ক
২১ ফেব্রুয়ারির মহান ভাষা শহীদগণকে স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নানা আয়োজন করেছে চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ।সকালে প্রভাত ফেরীতে অংশগ্রহণ করেন স্কুলের শিক্ষকগণ ও ছাত্রছাত্রীরা। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী– অমর এই গানের ছন্দে পায়ে হেটে শিক্ষার্থীরা চট্টগ্রাম কলেজের শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন।
এরপর চিত্রাংকন প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা রংতুলিতে মেলে ধরে মহান একুশের ইতহাস। চিত্রাংকন শেষে শুরু হয় পোস্টার লিখন প্রতিযোগিতা।শৈল্পিক হস্তাক্ষরে মহান একুশের ঐতিহাসিক সব স্লোগান ফুটিয়ে তোলে দেশের ভবিষ্যত প্রজন্মরা।
এরপর অধ্যক্ষ হাবিব রহমত উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষকবৃন্দ।
অধ্যক্ষ শিক্ষার্থীদের সামনে ভাষা আন্দোলনের পটভূমি ও ইতিহাস তুলে ধরে বলেন, ভাষার জন্য রক্ত আমরা ছাড়া পৃথিবীতে কেউ দেয়নি।জাতি হিসেবে আমরা আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ হয়ে ভাষাভিত্তিক বাঙালী জাতীয়তাবাদী ভাবধারার সমন্বয়ে অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেছি। মহান ভাষা আন্দোলনের পথ বেয়ে এসেছে মহত্তর স্বাধীনতার চেতনা।একুশ আর কেবল বাঙালির জাতীয় ইতিহাস নয় বরং আন্তর্জাতিক অঙ্গনেও তা ভাষার মর্যাদাকে প্রতিষ্ঠিতকরেছে। একুশের এ বিশ্বজয় সমগ্র বাঙালি জাতির গর্বের বিষয়।
উপাধক্ষ্য মো: সিকান্দার বলেন , মাতৃভাষা আমাদের সকলের কাছে পরম আবেগের।বাংলা ভাষাকে শুদ্ধভাবে লিখতে ও বলতে প্রচেষ্টা থাকতে হবে।আমাদের মাতৃভাষা আমাদের অমূল্য সম্পদ। একইভাবে অন্যদের মাতৃভাষাও তাদের কাছে পরম প্রিয়। বৃহৎ অর্থে, দিনটি আমাদেরকে অন্যদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে শেখায়।
আলোচনা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Discussion about this post