শিক্ষার আলো ডেস্ক
উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় রাশিয়ার বৃত্তি বৃদ্ধি এবং দুই দেশের ডিগ্রির পারস্পরিক গ্রহণযোগ্যতা নিশ্চিতে চুক্তি করতে রাজি হয়েছে রাশিয়া ও বাংলাদেশ।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে রাশিয়ার একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতের সময় দুই দেশ সম্মতি প্রকাশ করে।
আরও পড়ুনঃ এমপিওভুক্ত ৫ লাখ শিক্ষক-কর্মচারীকে অবসর সুবিধা দিতে হাইকোর্টের রায়
রাশিয়ান ফেডারেল এজেন্সি অন হিউম্যানিটারিয়ান কো-অপরাশেন উইথ কান্ট্রিসের ডেপুটি হেড পাবেল শেফসভের নেতৃত্বে ওই প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেয়।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন রাশিয়ান অ্যাম্বাসির কাউন্সিলর পাবেল দুবইচেনকফ, রাশিয়ার সিনারজি বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট খাশিভ আলী খান ব্যাসলানোবিচ, রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের প্রেসিডেন্ট সাত্তার মিয়া প্রমুখ।
Discussion about this post