নিউজ ডেস্ক
একসঙ্গে ৩০ জনের তাপমাত্রা পরিমাপে সক্ষম থারমাল ক্যামেরা স্থাপিত হলো বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে। মঙ্গলবার (১২ মে) থেকে এটি কাজ শুরু করেছে।
এর আগে সোমবার সেখানে নিরাপত্তা নজরদারী ও তাপমাত্রা স্ক্রীনিং সলিউশন ব্র্যান্ড ‘হিকভিশন’-এর টেম্পারেচার স্ক্রীনিং সিস্টেম স্থাপন করে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেড।
চীন ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন (সিইটিসি) এবং হাংঝু হিকভিশন ডিজিটাল টেকনোলজি কো. লি. এর সঙ্গে যৌথ উদ্যোগ সেখানে তাপমাত্রা স্ক্রীনিং করতে সক্ষম বুলেট মডেলের একটি স্কিন-এলিভেটেড টেম্পারেচার স্ক্রীনিং ক্যামেরা এবং একটি হ্যান্ডহেল্ড টেম্পারেচার স্ক্রীনিং ক্যামেরা বসানো হয়।
এই থারমাল ক্যামেরা দু’টি স্থাপনের মাধ্যমে পুলিশ সদর দপ্তরে প্রবেশ করার সময় প্রত্যেকের ত্বক-পৃষ্ঠের নির্ভুল তাপমাত্রা পরিমাপ করা সম্ভব হবে বলে দাবি প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষের।
Discussion about this post