ক্রীড়া ডেস্ক
বর্তমান সময়ের আন্যতম সেরা তারকা আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি। দেশটির কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার ছেলে দিয়েগো সিনাগ্রা অবশ্য মেসিকে ‘মানব’ বলেই মনে করেন। তবে নিজের বাবা ম্যারাডোনাকে ‘ঈশ্বর’ বলে মনে করেন তিনি।
ম্যারাডোনা ও মেসির মধ্যে কে সেরা, আর্জেন্টিনায় এক অনুষ্ঠানে ম্যারাডোনার ছেলের কাছে জানতে চাওয়া হয়। এ ব্যাপারে সিনাগ্রা বলেন, ‘মেসি অসাধারণ এক ফুটবলার। কিন্তু তাঁকে ফুটবল ঈশ্বর বলা ঠিক হবে না। আর তা যদি বলতে হয়, আমার বাবাকেই ‘ঈশ্বর’ বলব। মেসির সঙ্গে আমার বাবার কোনো তুলনাই হতে পারে না। একজন মানুষের সঙ্গে ভিন গ্রহের কারো তুলনা আপনি কীভাবে করবেন।
গতকাল শনিবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে মেসিরা নাপোলিকে উড়িয়ে দেয় ৩-১ গোলে। বার্সার হয়ে একটি গোল করেন মেসি। সারা ম্যাচে বেশ দাপটের সঙ্গে খেলেন তিনি।
তবে মেসির প্রশংসা করে ম্যারাডোনাপুত্র বলেন, ‘মেসি একজন বিস্ময়কর ফুটবলার। তবে এটাও বলতে হচ্ছে কারো ক্ষমতা নেই আমার বাবার উচ্চতায় পৌঁছানো। তা অসম্ভব। মেসিও কোনো দিন পারবেন না।’
সিনাগ্রা বাস করেন ইতালিতে। ইটালির অনূর্ধ্ব-১৭ দলেও খেলেছেন তিনি। এখন অবশ্য ‘বিচ-ফুটবল’ খেলাই তাঁর পেশা হয়ে গেছে।
Discussion about this post