নিজস্ব প্রতিবেদক
কারিগরি এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলাফল শুধুমাত্র এসএসসির ভিত্তিতে করা হবে। এছাড়া যেহেতু তাদের জেএসসি নেই সেক্ষেত্রে তাদের রেজাল্ট শুধুমাত্র এসএসসি দিয়েই হবে – আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলতে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, যেখানে জেএসসি একেবারে নেই, তাদেরকে তো আমরা এসএসসি\ এইচএসসির শিক্ষার্থী হিসেবে গ্রহণ করেছি। যদি গ্রহণ করে থাকি তাহলে তাদের যা নেই সেটাকে বাদ দিয়ে যা আছে তা নিয়েই তাদের ফলাফল দেয়া হবে।
এদিকে তাদের ফলাফলের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলেও আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
এর আগে যাদের এসএসসি ও জেএসসির রেজাল্ট আছে তাদের ফলাফল নিয়েই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়। তবে এসএসসির ফল ৭৫ শতাংশ এবং জেএসসি ২৫ শতাংশ গুরুত্ব পেতে পারে বলে জানান।
এছাড়া বিশেষজ্ঞরা এ বিষয়ে মতামত দিয়েছেন। তার আলোকেই ফলাফল প্রকাশ করা হবে। এসময় ডিসেম্বরের মধ্যেই এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।
Discussion about this post