নিজস্ব প্রতিবেদক
বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তর। প্রতিযোগিতায় অংশ নিতে ‘বঙ্গবন্ধু ও আমাদের বিজয়’ শিরোনামে রচনা পাঠাতে হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের তিনটি বিভাগে ভাগ করে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রচনা প্রতিযোগিতায় প্রতি গ্রুপ থেকে একজন করে ও জাতীয় পর্যায়ে ১০জন শ্রেষ্ঠ লেখককে পুরস্কৃত করা হবে।
জানা গেছে, শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধু ও আমাদের বিজয়’ শিরোনামে ১ হাজার শব্দের রচনা লিখতে হবে। ২৩ ডিসেম্বরের মধ্যে রচনা শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। প্রতিষ্ঠান প্রধান সে রচনা ২৪ ডিসেম্বরের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠাবেন।
শিক্ষার্থীদের কাছে রচনা আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
Discussion about this post