নিজস্ব প্রতিবেদক
করোনার ভ্যাকসিন নিতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল কর্মকর্তা-কর্মচারীকে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সোমবারের (১ ফেব্রুয়ারি) নির্দেশনাটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রধানমন্ত্রী কার্যালয়ের টেলিফোনের নির্দেশনা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের এই নির্দেশ দেওয়া হয়।এতে বলা হয়, করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে সুরক্ষা অ্যাপের (https://www.surokkha.gov.bd) মাধ্যমে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।এতে আরও বলা হয় অনলাইন নিবন্ধন সম্পন্ন করার পর মন্ত্রণালয়কে তা জানাতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, সকল অতিরিক্ত সচিব, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক, শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক, সকল যুগ্ম-সচিব, উপ-সচিব, সিনিয়র সহকারী সচিব, সিস্টেম এনালিস্টি এবং সকল প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
Discussion about this post