রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ – ২০২১ এর দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসকে ৫ উইকেট হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করলো শ্রীলঙ্কা লিজেন্ডস। শনিবার টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৭ করেছিল উইন্ডিজের সাবেক তারকারা। জবাবে ৫ উইকেট হাতে রেখে এক ওভার বাঁকি থাকতেই কাঙ্ক্ষিত জয় তুলে নেয় লঙ্কান লিজেন্ডরা।
রায়পুরে টসে হেরে ব্যাটিংয়ে এসে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের। মাত্র ৩ রানেই রানআউটের শিকার হয়ে ফিরেছেন ডিওনারাইন। এরপর উইলিয়াম পারকিন্সকে নিয়ে জুটি বাঁধেন অধিনায়ক ব্রায়ান লারা। দলীয় ৩৮ রানে পাওয়ার প্লের শেষ বলে আবারও রানআউট হয়ে ফিরেছেন আরেক ওপেনার উইলিয়াম পারকিন্স (১৩)।
তৃতীয় উইকেটে ব্রায়ান লারা এবং ডুয়াইন স্মিথ বড় পার্টনারশিপ গড়ে উইন্ডিজের স্কোরবোর্ড সচলে রাখেন। চিনথাকা জয়সিংঘের বলে আউট হওয়ার আগে ২৭ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন স্মিথ, যেখানে ছিল ৪টি চার এবং ৩টি ছয়ের মার।
স্মিথ ফিফটি বঞ্চিত হলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকা অধিনায়ক ব্রায়ান লারার ব্যাট থেকে আসে ৫৩ রান। সাবেক এই তারকার ৪৯ বলের ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি। এছাড়া অপরপ্রান্তে ৩ চারে ১১ বলে ১৮* রানে অপরাজিত ছিলেন টিনো বেস্ট।
১৫৮ রানের জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কা লিজেন্ডসকে দারুণ শুরু এনে দেন তিলোকারত্নে দিলশান এবং সনাৎ জয়সুরিয়া। উদ্বোধনী জুটিতে এ দুজন যোগ করেন ৪৫ রান। ১২ রান করে সুলেমান বিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন জয়সুরিয়া।
দ্বিতীয় উইকেটে উপুল থারাঙ্গাকে নিয়ে আরও ৪৭ রান যোগ করেন অধিনায়ক দিলশান। ৮ চারে ৩৭ বলে ৪৭ রান করে সুলেমান বিনের দ্বিতীয় শিকার হন তিনি। তবে চামিরা সিলভাকে নিয়ে জয়ের পথে দলকে অনেকটা এগিয়ে নেন থারাঙ্গা।
এরপর দ্রুত ৩ উইকেট হারালেও উপুল থারাঙ্গার অপরাজিত ফিফটিতে ১ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা লিজেন্ডস। শেষ পর্যন্ত ৩৫ বলে ৫৩* রানে অপরাজিত ছিলেন ম্যাচ সেরা উপুল থারাঙ্গা। তার দূর্দান্ত ইনিংসে ছিল ৮টি চারের মার।
Discussion about this post