খেলাধুলা ডেস্ক
ন্যাচারাল ট্যালেন্ট দিয়ে শামীম এসেছে আলোচনায়; দায়িত্ব নিয়ে ব্যাটিং করে জয় হয়েছেন প্রশংসনীয়, বল হাতে ব্রেকথ্রু আর ব্যাটিংয়ে সেঞ্চুরি করা সাইফ পেয়ছেন ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্যা ফ্রন্টের তকমা। এদের মাঝে আরেকজন নজর কেড়েছেন, কিন্তু রয়ে গেছেন আড়ালে; আসেননি আলোচনায়। তবে খেলেছেন নিজের সেরাটা, লিখতে শুরু করেছেন শেকল ভাঙার গল্প। হ্যাঁ, তিনি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক তৌহিদ হৃদয়।
শেকল ভাঙার পথে! কিছুটা অবাক হবার কথা এই শিরোনামে। কিন্তু আসলেই এমনটা হয়েছে তৌহিদের ক্ষেত্রে। অথচ এই তৌহিদের আরো আগেই নজরে আসার কথা ছিলো, কথা ছিলো এতোদিনে জাতীয় দলের লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর। কিন্তু অধারাবাহিকতা তাকে পিছিয়ে দিয়েছিলো কিছুটা। অবশেষে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ধারাবাহিক ব্যাটিং করে আবারো এসেছেন আলোচনায়।
তৌহিদ; মিডল অর্ডারে মূল ভরসা ছিলো আকবর আলীর। চাপের মুখে দলকে এগিয়েও নিয়েছেন প্রায় সময়ই! অ-১৯ ক্রিকেটে নামের পাশে যুক্ত করেছেন ১৬২৪ রান! যেখানে ৫ সেঞ্চুরির সাথে রয়েছে ১০ ফিফটি। স্ট্রাইক রেটও ৮২ এর ঘরে; ব্যাটিং গড়ে ৪৭.৭৬! অ-১৯ এর তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তৌহিদের গড় সবার উপরে(কমপক্ষে ১৫০০ রান)
হৃদয়ের অ-১৯ ক্রিকেটে শুরুটা খুব ভালো ছিলোনা, ছিলোনা দ্রুত রান তোলার মানসিকতাও! টানা ডট দিয়ে সমালোচিতও হয়েছেন বেশ। কিন্তু হৃদয় হারিয়ে যায়নি, নিজেকে ফিরে পেতে লড়াই করেছেন, করেছেন অক্লান্ত পরিশ্রম। দিনশেষে তিনি সফল; সফল হয়েছেন ব্যাটিংয়েও। আগের তৌহিদ এখন চাপকে জয় করতে পারেন, পারেন দ্রুত গতিতে বা পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে খেলতেও।
অ-১৯ বিশ্বকাপ জয়ী এই মিডল অর্ডার ব্যাটসম্যান তিনদলীয় এবং বঙ্গবন্ধু টুর্নামেন্টও মাতিয়েছেন। বঙ্গবন্ধু কাপে দ্রুতসময়ে ফিফটির রেকর্ডও গড়েছিলেন, কিন্তু ছিলেন না খুব বেশী ধারাবাহিক। করোনা পরবর্তী সময়ে বাংলাদেশ ইমার্জিং দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করছেন আবারো।
সফরকালে আয়ারল্যান্ড উলভস দলের বিপক্ষে প্রথম ম্যাচ পরিত্যক্ত হলেও তৌহিদ নিজেকে চেনাতে পরেছিলেন অল্প হলেও বাংলাদেশকে রক্ষার দায়িত্ব নিয়েছিলেন ব্যাট হাতে। ৩২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে এগিয়ে নিয়েছিলেন সামনে থেকে, খেলেছিলেন অপরাজিত ৪৫ রানের ইনিংস। দিনশেষে ম্যাচটি পরিত্যক্ত হলেও তৌহিদের লড়াকু ব্যাটিং আলোচনায় আসেনি তখনো!
এর আগে একমাত্র চারদিনের ম্যাচেও খেলেছিলেন ৩৬ রানের ইনিংস। এরপর দ্বিতীয় ওয়ানডেতে আবারো চাপেড মুখে ৩১ এবং তৃতীয় ওয়ানডেতে ম্যাচ উইনিং ৪৩ রানের ইনিংস খেলেও শামীমে পড়েছিলেন চাপা।
অবশেষে আজ শেকল ভেঙে আলোচনায় আসলেন ঠিকই। ১৮৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ মাত্র ১০ রানেই ২ উইকেট হারিয়ে বসলে চার নাম্বারে ব্যাট হাতে ক্রিজে আসেন এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। ওপেনার জয়কে সাথে নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয়ের দিকে এগিয়ে নিতে থাকেন দলকে। পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে উপহার দেন ম্যাচ উইনিং ৮৮ রানের অপরাজিত ইনিংস। সেই সাথে জয়কে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে সংগ্রহ করেন ১৭৬ রান!
ধারাবাহিকতার সাথে তৌহিদ নজর কেড়েছেন ব্যাটিং টেকনিক এবং স্টাইলে! মিডল অর্ডার পজিশনে কিভাবে ব্যাটিং করতে হয় সেটা তৌহিদ প্রমাণ করছেন এবং করেই চলছেন। দারুণ ব্যাটিং স্টাইলে মুগ্ধও করছেন সবাইকে। দিনশেষে বলায় যায় অ-১৯ এর তৌহিদ শেকল ভাঙার পথেই এগিয়ে চলছে।
Discussion about this post