খেলাধুলা ডেস্ক
২০১৯ সালে ১০০ দিনের চুক্তিতে ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পান নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ড্যানিয়েল ভেট্টরি, চুক্তি অনুযায়ী তার প্রতিদিনের পারিশ্রমিক প্রায় ৩ হাজার ডলার।তবে এ হাই প্রোফাইল কোচ বিসিবির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। নিজেদের প্রয়োজনের সময় ভেট্টোরিকে পাচ্ছে না তারা। নিউজিল্যান্ড সিরিজে দায়িত্ব নিলেও বাংলাদেশ দলের আসন্ন শ্রীলঙ্কা সফরে টাইগার শিবিরে যোগ দেবেন না ভেট্টোরি।
বিভিন্ন মেয়াদে সাকিব আল হাসান, তাইজুল ইসলামদের দেখভাল করার কথা তার। তবে করোনার কারণে এই টুর্নামেন্ট মাঠে গড়ায়নি। দীর্ঘদিন ক্রিকেট বন্ধ থাকায় বাংলাদেশের স্পিনারদের নিয়ে খুব বেশি কাজ করার সুযোগ পাননি নিউজিল্যান্ডের স্পিন কিংবদন্তি।
তবে করোনার প্রকোপ কমার প্রায় সাড়ে ১০ মাস পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। এই সিরিজে টাইগার স্পিনারদের দায়িত্ব নিতে বাংলাদেশে আসেননি ভেট্টোরি। তবে যোগ দিয়েছেন নিজ দেশ নিউজিল্যান্ডে। এই সফরের স্কোয়াডে থাকা টাইগার স্পিনারদের নিয়ে কাজ করবেন তিনি। তবুও চুক্তির মেয়াদ শেষ হবে না ভেট্টোরির সঙ্গে। বাকি থাকবে প্রায় ২০ দিনের মতো।
এই ২০ দিন কি আসন্ন শ্রীলঙ্কা সফরে পাবে বাংলাদেশ দল? আজ শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানালেন, শ্রীলঙ্কা সফরে ভেট্টোরিকে পাবে না বাংলাদেশ দল। দেশীয় স্পিন বোলিং কোচ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলতে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।
আকরাম বলেন, ‘ভেট্টোরির সঙ্গে চুক্তি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। করোনার সময়ে নিউজিল্যান্ড যাওয়া এবং আসা বিরাট একটা সিসটেমেটিক প্রবলেম আছে। সেটার জন্য আমরা আপাাতত নিউজিল্যান্ডের বাইরে ওকে পাবো না। আমরা ভবিষ্যতে চিন্তা করবো কি হয়, না হয়। এর মধ্যে স্থানীয় কোচ আছে যাকে নিয়ে আমরা শ্রীলঙ্কা যাবো। শ্রীলঙ্কা সফরে দেশীয় স্পিন বোলিং কোচে প্রাধান্য দিচ্ছি। এর মধ্যে দেখি, কি করা যায়। কোভিডের জন্য পরিস্থিতিতে আমরা ঝামেলায় আছি।’
আকরাম খান আরও যোগ করেন, ‘ভেট্টোরির যদি আসতে হয় তাহলে অনেক ঝামেলা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি ওকে আনতাম তাহলে ওকে ৭০ থেকে ৭৫ দিন বাইরে থাকতে হবে। এটা ওর জন্য এবং আমাদের ক্রিকেটের জন্য কিন্তু ভালো না। কারণ ৩০ দিনের জন্য যদি অতিরিক্ত ৪০ দিন বাইরে থাকতে হয়, তাহলে হয় না। এটা পরিস্থিতির কারণে। ভেট্টোরিকে দোষ দেওয়ার কিছু নেই। আমরা ভবিষ্যতে দেখব কি করা যায়।’
Discussion about this post