খেলাধূলা ডেস্ক
ঘরবন্দি অবস্থা থেকে মুক্তির পর প্রকৃতির সান্নিধ্যে এসেছেন ক্রিকেটারেরা। নিউজিল্যান্ডের কুইন্সটাউনে ব্যাটে-বলের অনুশীলনের পাশাপাশি উপভোগ করছেন কুইন্সটাউনের পরিবেশ। মুক্তভাবে ছুটে বেড়াচ্ছেন পাহাড়-সমুদ্রে। সব মিলিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন আফিফ-তাসকিনরা।
কুইন্সটাউনের সুযোগ সুবিধা নিয়ে কথা বললেন আফিফও। তাঁর ভাষায়, ‘কোয়ারেন্টিনের পর এরকম ভালো প্র্যাকটিসের সুবিধা পেয়েছি আমরা, আমাদের প্রস্তুতিতে এটা সহায়তা করছে ভালো। যে ধরনের উইকেট আমরা পাচ্ছি, গত কালকে আমরা সেন্টার উইকেটে প্র্যাকটিস করেছি। আশা করি এসব আমাদের প্রস্তুতির জন্য অনেক কাজে দেবে।’
আরেক টপ অর্ডার ব্যাটসম্যান নাঈমের মুখেও শোনা গেল স্বস্তির বাণী, ‘ক্রাইস্টচার্চে সাত দিন কোয়ারেন্টিনে থেকে প্র্যাকটিস করেছি আমরা। ওখানকার উইকেটের চেয়ে এখানে উইকেট ভালো, আমার কাছে একটু সহজ মনে হচ্ছে। এখানে উপভোগ করার চেষ্টা করছি। এর আগে এখানে এসেছি। আমার জন্য এই আবহাওয়া, পরিস্থিতি সব ঠিক আছে। আমি উপভোগ করছি।’
Discussion about this post