খেলাধুলা ডেস্ক
শেষ ওভারে দরকার ছিল ১১ রানের। ক্রিজে থাকা আয়ারল্যান্ড উলভসের দুই ব্যাটসম্যান বেন হোয়াইট ও পিটার চেজের চোখ তখন চার-ছক্কায়। কিন্তু বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে প্রথম খেলতে নামা পেসার রেজাউল রহমান স্নায়ুর পরীক্ষায় জিতলেন। রেজাউলের শেষ ওভার থেকে আইরিশ দুই ব্যাটসম্যান নিতে পারলেন মাত্র ৫ রান। বোলিংয়ের দারুণ প্রদর্শনীতে সাইফ হাসানের দল জিতল ৫ রানে। এই জয়ে ৪-০ ব্যবধানে সিরিজ জিতলো টাইগাররা, সেঞ্চুরি করেছেন মাহমুদুল হাসান জয়।
২৬১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার জেরেমি লাওলোরকে হারায় আয়ারল্যান্ড উলভস, নিজের প্রথম ওভারেই মাহিদুল ইসলাম অঙ্কনের ক্যাচ নিয়ে শূন্য হাতে তাকে ফেরান সিরিজে প্রথমবারের মতো সুযোগ পাওয়া পেসার শফিকুল ইসলাম।
৭ রানে প্রথম উইকেট হারালেও সেই ধাক্কা কাটিয়ে জয়ের পথে ভালো ভাবেই আছে আইরিশরা, দ্বিতীয় উইকেটে মার্ক অ্যাডায়ারকে নিয়ে দলের স্কোর ১০০ পেরিয়ে নিয়ে গেছেন স্টিফৈন দোহেনি। ৬৩ বলে ৭ চারে ৪৫ রান করা অ্যাডায়ারকে মাহমুদুল হাসান জয়ের ক্যাচ বানিয়ে ফেরান অধিনায়ক সাইফ হাসান, ভাঙে ৯৭ রানের জুটি।
মার্ক অ্যাডায়ার ফিফটি মিস করলেও ৬৫ বলে ৭ চারে লিস্ট এ ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন স্টিফেন দোহেনি, তবে এর মাঝে ফিরে গেছেন আইরিশ অধিনায়ক হ্যারি ট্যক্টরও। তার ব্যাট থেকে এসেছে ৬ রান, আয়ারল্যান্ড উলভস ১ উইকেটে ১০৪ থেকে মুহুর্তেই ৩ উইকেটে ১১৪ রানের দলে পরিণত হয়।
সুবিধা করতে পারেননি শেন গেটকেটে ও লরকান টাকার, দুইজনকেই ফিরিয়েছেন সাইফ হাসান। তবে আইরিশদের আশার আলো হয়ে ছিলেন দোহেনি। তবে শামীম হোসেনকে ছক্কা হাকিয়ে পরের বলেই রেজাউর রহমান রাজার হাতে ক্যাচ দেন দোহেনি, আয়ারল্যান্ডও জয় থেকে দূরে চলে যায়।
বাংলাদেশ ইমার্জিং দল জয় পায় ৫ রানের, ৩১ রান দিয়ে ৩ উইকেট নেওয়া সাইফ হাসানই দলের সেরা বোলার। এছাড়াও ২ টি করে উইকেট পেয়েছেন শফিকুল ইসলাম ও তানভির ইসলাম, ১ টি করে উইকেট পেয়েছেন রেজাউর রহমান রাজা ও শামীম হোসেন।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মাহমুদুল হাসান জয়ের লিস্ট এ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ২ বল বাকি থাকতে ২৬০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ইমার্জিং দল, আনিসুল ইসলাম ইমন ৪১ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৩৩ রান করেন।
আইরিশদের হয়ে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছে মার্ক অ্যাডায়ার, রোহান প্রিটোরিয়াস ও হ্যারি ট্যাক্টর ২ এবং গ্যারেথ ডিলানি ও পিটার চেজ নেন ১টি করে উইকেট।
Discussion about this post