খেলাধুলা ডেস্ক
চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিদায়ে যখন নানা দিক থেকে প্রশ্ন বাণে জর্জরিত হয়, ঠিক তখনই এভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা নিজের কথা রেখেছেন। রাতে ইতালিয়ান সেরি’আয়ে কাইয়ারির বিপক্ষে দারুণ এক হ্যাট্রিক করে সমালোচনার জবাব দিলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
রোনালদোর হ্যাট্রিকে রবিবার রাতে কাইয়ারির মাঠ থেকে ৩-১ গোলের স্বস্তির জয় নিয়ে বাড়ি ফিরেছে জুভেন্টাস। আর স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন জিওভান্নি সিমেওনে।
এই জয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে টিকে থাকলো জুভেন্টাস। ২৬ ম্যাচে ১৬ জয় ও ৭ ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে এসি মিলান।২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান। ২৭ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে কাইয়ারি।
প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধের পুরোটা সময় ছিল জুভেন্টাসের। ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে স্বাগতিকদের ডিফেন্ড ব্যতিব্যস্ত রাখে আন্দ্রে পিরলোর দল। এত আক্রমণে সফরকারীদের ফলাফল পেতে সময় লাগে মাত্র ১০ মিনিট। ডান দিক থেকে হুয়ান কুয়াদরাদোর দারুণ কর্নারে লাফিয়ে জোরালো হেডে দলকে এগিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
১৫ মিনিট ফের গোল করে পর ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ ফরোয়ার্ড। ডি-বক্সে তাকেই স্বাগতিক গোলরক্ষক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিকে স্কোর ২-০ করেন চলতি আসরে ইতালিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতা। এই নিয়ে চলতি আসরে সপ্তমবার জোড়া গোল করে হ্যাট্রিকের সম্ভাবনা জাগান ৫৬টি হ্যাট্রিকের মালিক রোনালদো।
চলতি আসরে আগের ৬ বার জোড়া গোল করে হ্যাট্রিক পূরণ করতে না পারলেও এবার আর ভুল করেননি রোনালদো। ম্যাচের ৩২তম মিনিটে বাঁ থেকে ফেদেরিকো চিয়েসার পাস পেয়ে কোনাকুনি শটে গোল করে নিজের ক্যারিয়ারের ৫৭তম হ্যাট্রিক পূর্ণ করেন ক্রিশ্চিয়ানো
রোনালদো। চলতি আসরে এটি রোনালদোর প্রথম হ্যাট্রিক, ইতালিয়ান সেরি’আতে সর্বোচ্চ ২৩তম গোল।
দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ানোর চেষ্টা করে জুভেন্টাস। তবে স্বাগতিকদের রক্ষণ জমাট ডিফেন্ড আর ভাঙ্গতে পারেনি কেউই। উল্টো, ৬১তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান কমান সিমেওনে। ডান দিক থেকে জাপ্পার পাস পেয়ে প্রথম ছোঁয়ায় জোরালো শটে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। বাকি সময় আর কোন গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে বাড়ি ফিরে জুভেন্টাস।
Discussion about this post