খেলাধুলা ডেস্ক
বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে ঘোষিত সুইডেনের স্কোয়াডে ৩৯ বছর বয়সী স্ট্রাইকারকে রেখেছেন কোচ ইয়ানে অ্যান্ডারসন। এর মধ্য দিয়ে অবসর ভেঙে দেশের জাতীয় দলে ফিরলেন এসি মিলানের এই তারকা স্ট্রাইকার। ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছিল সুইডেন। এরপর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ।
দেশের হয়ে ১১২ ম্যাচে ৬২ গোল করা ইব্রা জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন গত বছরের নভেম্বরে এক সাক্ষাৎকারে। ২০১৬ ইউরোর পরপরই সুইডেনের কোচের দায়িত্ব নেওয়া অ্যান্ডারসনের সঙ্গে তাঁর তেমন বনিবনা নেই। ইব্রার জাতীয় দলে ফেরার ব্যাপারে এর আগে তিনি বলেছিলেন, দেশের হয়ে খেলতে চাইলে মিলান তারকাকে যোগাযোগ রাখতে হবে। ইব্রা সেই সাক্ষাৎকারে জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশের পর অ্যান্ডারসন নিজে মিলানে গিয়ে তাঁর সঙ্গে কথা বলে আসেন। আজ তিনি জাতীয় দল ঘোষণা করেন।
সংবাদমাধ্যমকে অ্যান্ডারসন বলেন, ‘সবার আগে বলতে চাই, সে (ইব্রা) খুব ভালো ফুটবলার। সুইডেনের সেরা। মাঠে তার অবিশ্বাস্য অভিজ্ঞতার ভান্ডার দলের অন্যদেরও কাজে লাগবে।’ জাতীয় দলে তাঁকে ফিরিয়ে অ্যান্ডারসন জুয়া খেললেন বলে মনে করছে কিছু সংবাদমাধ্যম। ইউরোয় এবার ‘ই’ গ্রুপে স্পেন, পোল্যান্ড ও স্লোভাকিয়ার সঙ্গে লড়বে সুইডেন। এ মুহূর্তে অ্যান্ডারসনের দলটাও বেশ গোছানো। দলে আছেন আলেক্সান্দার আইজ্যাকের মতো তরুণ স্ট্রাইকার। ১৯৯৯ সালে ইব্রা মালমোর হয়ে পেশাদার ফুটবলে অভিষিক্ত হওয়ার পরের দিন জন্মান আইজ্যাক। রিয়াল সোসিয়েদাদের এই স্ট্রাইকার তাঁর গোটা জীবনে ইব্রাকে কিংবদন্তি হিসেবে দেখে এসেছেন।
শক্ত মানসিকতা ও নিজস্ব বৈশিস্ট্যে নানা মন্তব্য করে সুনাম ও দুর্নাম দুই-ই কুড়িয়েছেন ইব্রা। জাতীয় দলে তাঁকে অ্যান্ডারসন কোথায় ও কীভাবে খেলান, সেটাই হবে দেখার বিষয়। নতুন প্রজন্মের ফরোয়ার্ড আইজ্যাক, রবিন কোয়াইসন ও দেয়ান কুলুসেভস্কিদের সঙ্গে লড়তে হবে মিলান স্ট্রাইকারকে। তবে ইব্রা সম্ভবত মোটেই এসব নিয়ে ভাবছেন না। জাতীয় দলে ফেরাটা যে তিনি উপভোগ করছেন, সেটা বোঝা যায় তাঁর টুইট দেখে, ‘দ্য রিটার্ন অব দ্য গড।’ অর্থাৎ ‘ঈশ্বর’ ফিরলেন! এই কথা বলে তিনি ট্যাগ করেছেন সুইডিশ ফুটবল ফেডারেশনকে।
Discussion about this post