খেলাধুলা ডেস্ক
বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর সাফল্য খুব বেশি নেই।কোন আফ্রিকান শ্বকেদল শেষ চারেই যেতে পারেনি। তাদের নিয়ে বিশ্বে তাই উন্মাদনাও দেখা যায় না তেমন। তবে আফ্রিকা বরাবরই বি উপহার দিয়ে আসছে অসংখ্য ফুটবল গ্রেট। স্যামুয়েল ইতো, দিদিয়ের দ্রগবা, জর্জ উইয়াহ, ইয়া ইয়া তোরে, রজার মিলা সহ অসংখ্য কিংবদন্তী আফ্রিকা থেকে এসে বিশ্ব ফুটবলে একের পর এক কীর্তি গড়েছে, নিজেদের বসিয়েছে কিংবদন্তীর আসনে।
এখনো আফ্রিকায় ছড়িয়ে আছে অসংখ্য প্রতিভা। মিসরে মোহাম্মদ সালাহ, সেনেগালে সাদিও মানে, আলজেরিয়ায় রিয়াদ মাহরেজ, গ্যাবনের পিয়েরে এমেরিক অবামেয়াং, মরোক্কোয় হাকিম জিয়েচ সহ অসংখ্য প্রতিভা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের নিজ নিজ দেশের ফুটবলকে।
এতসব ফুটবলারকে ছাড়িয়ে আর্সেনাল মিডফিল্ডার মোহামেদ এলনেনির কাছে লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহই সেরা। মিশরীয় এই ফুটবলার দাবি করেন স্বদেশী সতীর্থ মোহাম্মদ সালাহই আফ্রিকার সর্বকালের সেরা ফুটবলার। ইংলিশ ক্লাব আর্সেনালের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান ২৮ বছর বয়সী এই ফুটবলার। মোহামেদ এলনেনির জানান,
“মোহাম্মদ সালাহ এখন মিশরে কিংবদন্তি এবং তিনি এখনও খেলছেন। সাধারণত আমরা জানি, ক্যারিয়ার শেষে মানুষ কিংবদন্তি হয়। তবে সে (সালাহ) এখনও খেলছে এবং এটা দেখতে পারা অনেক বড় কিছু।
তোরে, আমি তাকে চিনি। তিনিও সেরা। কারণ তিনি মিডফিল্ডার। আমি জানি তিনি কী করছেন এবং আমি এটাও জানি এটি কীভাবে আলাদা, কারণ এটি একজন স্ট্রাইকারের চেয়ে আরও কঠিন। স্ট্রাইকাররা সব সময় গোল করার সুযোগ পায় এবং মিডফিল্ডারদের অনেক কিছু করতে হয়।”
এসময় এলনেনির কাছে আফ্রিকার সর্বকালের সেরা ফুটবলার কে জিজ্ঞেস করা হলে তিনি মোহাম্মদ সালাহকেই বেছে নেন। “তবে অবশ্যই আমি মোহাম্মদ সালাহর পক্ষেই মত দিবো।”
ক্ষিপ্র গতি, নান্দনিক ড্রিবলিং ও অসাধারণ পাসিং একুরেসির জন্য বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে পরিচিত পেয়েছে মোহাম্মদ সালাহ। মাত্র ১৪ বছর বয়সেই মিশরের বিখ্যাত ক্লাব ‘আরব কন্ট্রাক্টর’ হয়ে ক্যারিয়ার শুরু করেন। তারপর একে একে বাসেল, চেলসি, ফিওরিন্টিনা, রোমা শেষে পাড়ি জমান লিভারপুলে। মার্সেসাইড ক্লাবটিতে এসে নিজের সেরা খেলাটা খেলছেন।
মূলত, অলরেডদের হয়ে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন মিশরীয় রাজা। মার্সেসাইডের জনপ্রিয় এই ক্লাবটির হয়ে সাড়ে চার বছরের ক্যারিয়ারে ১৯২ ম্যাচ খেলে গোল করেছেন ১১৯টি। এসময় সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪৫টি। প্রথম আফ্রিকান ফুটবলার হিসেবে ব্যক্তিগতভাবে জিতেছেন টানা দুবার প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট। জিতেছেন প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। ২০১৮ সালে ফিফা বর্ষসেরা ফুটবলারের তালিকায় ছিলেন তৃতীয়। ২০১৭ ও ২০১৮ সালে টানা দুবার জিতেছেন আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।
Discussion about this post