খেলাধুলা ডেস্ক
নিউজিল্যান্ড সফর টাইগারদের জন্য কতটা কঠিন সেটা পরিসংখ্যানই বলে দেয়, এখন পর্যন্ত দ্বিপাক্ষিক ও বৈশ্বিক টুর্নামেন্ট মিলিয়ে ১৩ টি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ, যেখানে জয়ের সংখ্যা শূন্য।
এবারের সফরে আরও ৬ টি ম্যাচ খেলবে বাংলাদেশ, যার মধ্যে সমান ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। এই সিরিজেই নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে প্রথম জয়টা তুলে নেওয়ার প্রত্যয় ঝরেছে ক্রিকেটারদের কণ্ঠে, একই প্রত্যাশা ব্যক্ত করেছেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।
২০ মার্চ ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল, তার আগে সংবাদমাধ্যমে কথা বলেছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তার মতে, আগের চার সফরে আসা বাংলাদেশ দল যা করতে পারেনি, এবারের বাংলাদেশ দলের সামনে সুযোগ সেটাই করে দেখানোর।
সবাই একটা জয়ের জন্য উদগ্রীব হয়ে আছে উল্লেখ করে বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, “এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। বাংলাদেশের অন্যান্য দল আগে যা করতে পারেনি, এবার তা করে দেখানোর। আমরা সবাই উদগ্রীব হয়ে আছি।”
বাংলাদেশের কোচ হিসেবে প্রথমবারের নিউজিল্যান্ড সফর করলেও ডোমিঙ্গোর জন্য প্রথম নয়, এর আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কোচ হিসেবে ২০১৪ ও ২০১৭ সালে দুইবার নিউজিল্যান্ড সফর করেছেন তিনি। দুইবারই সিরিজ জিতেই দেশে ফিরেছিলেন, তাই নিউজিল্যান্ডে কিভাবে জয় পেতে হয় সেটা অজানা নয় ডোমিঙ্গোর।
সেই অভিজ্ঞতা থেকেই ডোমিঙ্গো বলেন, “বাংলাদেশের হয়ে এবারই প্রথম, তবে দক্ষিণ আফ্রিকার হয়ে এর আগেও এখানে এসেছি। আমি জানি, নিউজিল্যান্ড সফর খুব কঠিন। তবে এটি আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য বড় সুযোগও বটে। তিন বছর পর বিশ্বকাপ, নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সেরা দল। ভারতের মাটিতে বিশ্বকাপের দৌড়ে থাকতে চাইলে এসব সিরিজে ভালো পারফর্মেন্স করাটা জরুরি।”
Discussion about this post