খেলাধুলা ডেস্ক
গতকাল বাংলাদেশ সময় বিকাল ৪ঃ১০ মিনিটে নেপালের ত্রিভুবন বিমানবন্দরে পৌছায়। বিমানবন্দরে নেমেই অল নেপাল ফুটবল এসোসিয়েশন (আনফা) বাংলাদেশ দলকে ফুল দিয়ে বরণ করে নেয়। ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য ২৫ সদস্যের স্কোয়াড যাওয়ার কথা থাকলেও ২৩ জন ফুটবলার নিয়ে নেপাল যেতে হয়েছে জাতীয় দলকে। কেননা শেষ মুহূর্তে করোনা পজিটিভ হওয়ার কারনে দলের সাথে যেতে পারেনি ডিফেন্ডার রহমত মিয়া। এছাড়া জামাল ভূঁইয়া কোলকাতা থেকে ঢাকায় এসে ২২ মার্চ নেপালে গিয়ে জাতীয় দলের সাথে যোগ দিবেন।
বাংলাদেশ দল কাঠমান্ডুর সলটেত হোটেলে অবস্থান করবে। আজ স্থানীয় সময় সন্ধ্যা সাত টায় টিম হোটেলেই ফুটবলাররা কোভিড টেস্টের স্যাম্পল প্রদান করেছেন। কোভিড টেস্টে নেগেটিভ হলেই আগামীকাল বিকাল ৪ টার প্রথম অনুশীলনে যোগ দিতে পারবে সব ফুটবলার।
নেপালে পৌছে জাতীয় দলের হেড কোচ জেমি ডে ডেইলিস্পোর্টসবিডিকে জানান,
” দলের সবাই এখন সুস্থ আছে। আগামীকাল আমাদের প্রথম অনুশীলন, সবাইকে নিয়ে টুর্নামেন্টের প্লানিং করবো। বিমানবন্দরে নেপালের আতিথেয়তা খুব ভাল লেগেছে। শুধু আমার না, দলের সবারই ভাল লেগেছে।”
আগামী ২৩শে মার্চ প্রথম ম্যাচে কীরগিস্তান অনুর্ধ্ব-২৩ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। একদিন বিরতি দিয়ে ২৫শে মার্চ প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক নেপাল,প্রতিপক্ষ কীরগিস্তান অনুর্ধ্ব-২৩ দল। এরপর ২৭শে মার্চ স্বাগতিক নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। রাউন্ড রবিন লীগ শেষে শীর্ষ দুই দল ফাইনালে লড়বে ২৯শে মার্চ। বাংলাদেশ সময় বিকাল ৫ঃ৩০ মিনিটে প্রতিটা ম্যাচ শুরু হবে। টুর্নামেন্টের প্রতিটা ম্যাচ আয়োজিত হবে কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে।
Discussion about this post