খেলাধুলা ডেস্ক
এ বছরের এশিয়া কাপ পিছিয়ে আগামী বছর শ্রীলংকায় অনুষ্ঠিত হবে। ঠিক পরের এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান, যে টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দলও অংশ নিবে বলে আশাবাদী মানি।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জং’ কে দেওয়া এক সাক্ষাৎকারে এহসান মানি বলেন, “২০২২ সালে শ্রীলঙ্কায় এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। পরের বছর, অর্থাৎ ২০২৩ সালে এই প্রতিযোগিতা হবে পাকিস্তানে। আমি অত্যন্ত আশাবাদী ততদিনে দুই দেশের রাজনৈতি সম্পর্কের উন্নতি হবে এবং ভারতীয় দল আমাদের দেশে খেলতে আসবে।’
তিনি আরও বলেন, “সম্প্রতি পিছনের দরজা দিয়ে এমন কিছু হয়েছে, যা দুই দেশের সম্পর্কের উন্নতি করার ক্ষেত্রে ইতিবাচক। আশা করছি, বরফ গলবে। আর ভারত যদি শেষ পর্যন্ত খেলতে আসে, তাহলে সেটা পাকিস্তানের ক্রিকেটের জন্য বিরাট বড় ব্যাপার হবে।”
এবারের এশিয়া যে হচ্ছে তা আবারও নিশ্চিত করেছেন এহসান মানি। তিনি বলেন, “এই বছর এশিয়া কাপ হওয়ার কোন সম্ভাবনাই নেই। পিএসএলের জন্য পিসিবির হাতে সময় নেই, ভারতীয় দল ইংল্যান্ডে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে। ফলে এই বছর এশিয়া কাপ আয়োজন করার আর সময় পাওয়া যাবে না।”
২০০৫/০৬ মৌসুমে সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ভারত, এরপর দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে আর পাকিস্তানে যায়নি ভারত। দুই দেশের মধ্যে এতটাই তিক্ত সম্পর্ক যে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ আছে ২০১২ সালের পর থেকে।
Discussion about this post