খেলাধুলা ডেস্ক
বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালে অবস্থান করছে। গতকাল বিকেলেই কাঠমান্ডুতে পৌছে হোটেল সেলটতে উঠেছে টাইগাররা।
গতকাল সন্ধ্যা ৭টায় হোটেলেই কোভিড-১৯ টেস্টের স্যাম্পল প্রদান করেন ফুটবলাররা। উক্ত টেস্টের রেজাল্ট আজ সকালে প্রদান করা হয়। যেখানে সবাই নেগেটিভ হয়েছে। যার ফলে আজ বিকাল ৪ টায় প্রথম অনুশীলনে নামতে আর বাধা নেই ফুটবলারদের। এছাড়া আজ সকালে বাংলাদেশ দল জিম সেশন সম্পন্ন করেছে। একই সাথে দলের সাথে যোগ দিয়েছেন গোলকিপার কোচ লেস ক্লেভলি।
করোনা পজিটিভ হওয়ায় দলের সাথে যেতে পারেনি ডিফেন্ডার রহমত মিয়া। ২০ মার্চ দ্বিতীয় বার করোনা টেস্টে নেগেটিভ আসলেই উড়াল দিবেন নেপালের উদ্দেশ্যে। এদিকে কোলকাতা থেকে জামাল ভূঁইয়া দেশে ফিরে আগামী ২২শে মার্চ রহমত ও পল স্মলিকে সাথে নিয়ে নেপাল যাবেন বাংলাদেশ অধিনায়ক।
২৩ শে মার্চ কীরগিস্তান অনুর্ধ্ব-২৩ ও ২৭শে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
Discussion about this post