খেলাধুলা ডেস্ক
সিরিজে ২-২ এ সমতা থাকায় ভারত ও ইংল্যান্ডের মধ্যকার শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ফাইনালে রূপ নিয়েছিল। শনিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই ফাইনালে ইংল্যান্ডকে ৩৬ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি জিতে নিয়েছে বিরাট কোহলির দল।
২২৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে রয় আউট হওয়ার পর প্রথম ওভারে মাত্র ১ রান দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। পরের ওভারেই শিকল ভেঙে দিলেন পান্ডিয়া। প্রথম বল ডট দিয়েছিলেন, এর পরের বলেই ওয়াইড। পরের তিন বলে ডেভিড মালানের সংগ্রহ ৪, ৬, ৪! পান্ডিয়ার ওভারে ১৮ রান তুলে সেই যে দাপট দেখানো শুরু ইংল্যান্ডের, সেটা ইনিংসের প্রথমার্ধে আর থামেনি। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়েই ইংল্যান্ড ৬২ রান তুলেছে।
পাওয়ার প্লে শেষ হলেও রানবন্যা থামেনি। পরের ৪ ওভারে এসেছে আরও ৪২ রান। ১১তম ওভারেই নিজের ফিফটি বুঝে নিয়েছেন টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটসম্যান মালান। ৮ চারের সঙ্গে তখন পর্যন্ত ১ ছক্কা। বাটলারের ৫০ ছুঁতে মালানের চেয়ে ৩ বল কম লেগেছে। এই উইকেটকিপারের ফিফটিতে ২ চারের সঙ্গে ছিল ৪ ছক্কা। ইংল্যান্ডের সর্বনাশের শুরু এরপরই।
১২তম ওভারে ফিফটি পেয়েছেন বাটলার। পরের ওভারেই দ্বিতীয় স্পেলে ফেরা ভুবনেশ্বরের শিকার। ৩৪ বলে ৫২ রান করে লং অফে যখন ধরা পড়লেন, ৪৩ বলে ৯৫ রান দরকার ছিল ইংল্যান্ডের। কিন্তু বাকি সময়ে মাত্র ৫৮ রান তুলতে পেরেছে সফরকারীরা। এর মধ্যে ২০ রান এসেছে শেষ ওভারে। অবশ্য ৫৭ রান দরকার এমন অবস্থায় ২০ রান খরচায় কোহলির মতো অধিনায়কেরও খুব একটা আপত্তি হয়নি! রান বন্যার ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে দুই ওপেনারকে তুলে নিয়ে আগেই যে ভুবনেশ্বর কাজ সেরে নিয়েছেন। ভারতের পক্ষে শার্দুল ঠাকুর ৩টি উইকেট নিয়েছেন। ৮ উইকেটে ১৮৮ রান করতে পেরেছে মরগানবাহিনী।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ২ উইকেটে ২২৪ রান তুলে ভারত। গত দুই ম্যাচে নিষ্প্রভ থাকা রোহিত আজ স্বরূপে ফিরেন। বেন স্টোকসের বলে বোল্ড হওয়ার আগে খেলেন ৩৪ বলে ৬৪ রানের বিধ্বসী ইনিংস। হাঁকান ৪টি চার এবং ৫টি বিশাল ছক্কা। ওপেনিং জুটি ভাঙে ৯৪ রানে। ওভার তখন মাত্র ৯.৪। এমতাবস্থায় কোহলির সঙ্গী হন তরুণ সূর্যকুমার যাদব। গত ম্যাচের মতোই সূর্যর ব্যাটে এ ম্যাচেও যেন আগুন ঝরছিল।
১৭ বলে ৩ চার ২ ছক্কায় ৩২ রান করে ফেলেন সূর্যকুমার। শেষ পর্যন্ত আদিল রশিদকে ছক্কা মারতে গিয়ে সীমানা দড়ির ওপরে জেসন রয়ের অসাধারণ এক ক্যাচে তার ইনিংসের সমাপ্তি ঘটে। ক্রিস জর্ডান ক্যাচটি নিয়ে টাল সামলাতে না পেরে সীমানার বাইরে চলে যাওয়ার আগে বল ভেতরে ছুড়ে দেন। সেটা লুফে নেন জেসন রয়। ভাঙে ২৬ বলে ৪৯ রানের দ্বিতীয় উইকেট জুটি। ইংলিশ বোলাদের ওপর চড়াও হতে চারে নামানো হয় হার্দিক পান্ডিয়াকে। কোহলিও এগিয়ে যাচ্ছিলেন টানা তৃতীয় ফিফটির দিকে।
৩৪ বলে সিরিজে টানা তৃতীয় ফিফটি পূরণ করেন ভারত অধিনায়ক। এরপর তিনি আরও বিধ্বংসী হয় ওঠেন। অন্যপ্রান্তে হার্দিক পান্ডিয়াও চড়াও হন ইংলিশ বোলাদের ওপর। ভারতের স্কোর দুইশ ছাড়িয়ে যায়। তৃতীয় উইকেটে ৪০ বলে অবিচ্ছিন্ন ৮১ রানের জুটিতে নির্ধারিত ২০ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ২২৪ রান।
৫২ বলে ৭ চার ২ ছক্কায় ৮০ রানে অপরাজিত বিরাট কোহলি। আর হার্দিক অপরাজিত ছিলেন মাত্র ১৭ বলে ৩৯ রানে। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ২টি ছক্কা। স্ট্রাইক রেট ২২৯.৪১! একটি করে উইকেট নিয়েছেন আদিল রশিদ আর বেন স্টোকস।
Discussion about this post