খেলাধুলা ডেস্ক
কোচ পরিবর্তনের জন্যই শেষ কয়েক ম্যাচে কলকাতার দুর্দান্ত পারফরম্যান্স বলে মনে করেন বাংলাদেশের এই ফুটবলার, ‘নতুন কোচ আসায় খেলার কৌশল, খেলোয়াড়দের বিভিন্ন বিষয় পরিবর্তন করেছে। আমিও অনেক ভালো করেছি।’
শঙ্করলাল চক্রবর্তীকে কোচ করার পরেই ছন্দ ফিরে পায় কলকাতা মোহামেডান। নিজেকে আরও বেশি চেনানোর সুযোগ পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। কলকাতা মোহামেডানের আড়াই মাসের নানা অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ও সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক।
শঙ্করলালের আগে দায়িত্বে ছিলেন স্প্যানিশ হোসে জেভিয়া। স্প্যানিশ কোচের প্রতি খানিকটা অসন্তুষ্টিই প্রকাশ করেছেন, ‘আগের কোচ আমাকে ভুল নির্দেশনা দিয়েছে।’
ডেনমার্কে বেড়ে উঠেছেন। বাংলাদেশে ক্লাব পর্যায়ে খেলছেন, জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন। কিন্তু কলকাতার ফুটবল তাকে বিশেষভাবে আকর্ষণ করেছে, ‘কলকাতা ভারতের ফুটবলের রাজধানী। এত ক্রেজ জীবনে দেখেনি, একদম মারামারি। ওরা এত ফুটবল পছন্দ করে।’
কলকাতা মোহামেডানে খেলা ফুটবলার ও কোচ শঙ্কর জামালকে অনেক পছন্দ করেন। এদের পাশাপাশি কলকাতাবাসীদেরও ভালোবাসা পেয়েছেন জামাল, ‘অনেকে আমার কাছে এসেছেন। আমার খেলা ভালো লাগে বলে জানিয়েছেন।’
কলকাতায় শেষটা ভালো হলেও শুরুটা অনেক কষ্টের ছিল জামালের। কষ্টের দিনগুলো ভুলেননি তিনি, ‘কাতারে পজিটিভ হয়ে আইসোলেশনে ছিলাম। ভারতে গিয়েও আইসোলেশনে। প্রায় এক মাস এভাবে কেটেছে আমার। ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করতে হয়েছে। ট্রেনিংটা আমার জন্য কঠিনই ছিল তখন। অল্প দিন অনুশীলন করেই সরাসরি ম্যাচ খেলেছি।’
কলকাতা মোহামেডানে ভালো সময় কাটালেও এখনই কলকাতাকে মিস করছেন না, ‘অনেক দিন পর দেশে আসলাম। কলকাতার চেয়ে ঢাকায় বেশি গরম। এখন মিস করি না কলকাতা। দুই মাস পর মিস করব।’
Discussion about this post