খেলাধুলা ডেস্ক
করোনাকে পাশ কাটিয়ে আবারো মাঠে ফিরে ফুটবল। বসুন্ধরা কিংসেও ফুটবলারদের হলো রদ বদল। বার্কোস, কলিন্দ্রেসকে বিদায় করে দলে ভেড়ালো ব্রাজিলিয়ান রবসন রবিনহো, জনাথন ফার্নান্দেজ, আর্জেন্টাইন রাউল বেচারাররা ও ইরানি খালেদ শাফিকে।
এই চার বিদেশি ও দেশীদের মিশ্রণে ফেডারেশন কাপেও হলো অপরাজিত চ্যাম্পিয়ন। দ্বিতীয় বারের মত এই ট্রফি ঘরে তোলে বসুন্ধরা কিংস। এরপর মাঠে গড়ায় প্রিমিয়ার লীগ। প্রথম পর্বে ১২ ম্যাচের ১১ টিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে কিংস। আবাহনী লিমিটেড, সাইফ স্পোর্টিং ক্লাব, শেখ রাসেলকে উড়িয়ে দিলেও শুধু মাত্র ড্র করে দুই পয়েন্ট হারিয়েছে শেখ জামালের বিপক্ষে।
প্রথম পর্ব শেষে আবারো অনুশীলনে ফিরেছে বসুন্ধরা কিংস। সাথে যোগ দিয়েছে সদ্য বাংলাদেশি নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলে। নাইজেরিয়া থেকে আগত এই ফুটবলার এখন বাংলাদেশি হয়েই লীগ মাতাবে। লীগে ভাল পার্ফরমেন্স করলে খোলা থাকবে বাংলাদেশ জাতীয় দলেরও দরজা।
আজ সকালে ঢাকা এসে পৌছিয়েছেন প্রধান কোচ অস্কার ব্রুজেন। অস্কারের অনুপস্থতিতে সহকারী কোচ আসিফুজ্জামান, গোলকিপিং কোচ নুরুজ্জামান নয়ন প্রথম দুই দিন অনুশীলন দেখ ভাল করেছেন বলে জানিয়েছেন টেকনিলেন ডিরেক্টর বায়েজিদ আলম জুবায়ের নিপু। তিনি আরো বলেন,
“এখন পর্যন্ত ১৮ ফুটবলার ক্যাম্পে যোগ দিয়েছেন। লীগের দ্বিতীয় পর্ব ও এএফসি টার্গেট নিয়েই আমরা এগোচ্ছি। ”
তবে দলে এখনো যোগ দেয়নি চার বিদেশি এবং তারিক কাজী। আগামীকাল (বৃহস্পতিবার) তাদের দলে যোগ দেওয়ার কথ রয়েছে। এছাড়াও জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য নেই সাত ফুটবলার। তারা হলেনঃ আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া, মাহবুবুর রহমান সুফিল।
প্রিমিয়ার লীগের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা এপ্রিলের ৮ বা ৯ তারিখে। এদিকে এএফসি কাপ শুরু হবে ১৪ই মে থেকে। যেখানে বসুন্ধরা কিংসের গ্রুপে জায়গা পেয়েছে ভারতের এটিকে মোহন বাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ও বাছাইপর্ব থেকে আগত একটি দল।
Discussion about this post