খেলাধুলা ডেস্ক
চতুর্থ দিনে ব্যাটিংয়ে এসে পাথুম নিশাঙ্কা এবং নিরোশান ডিকওয়েলার ১৭৯ রানের অনবদ্য জুটিতে লিডটা বাড়িয়ে নিয়েছে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৪৭৬ রানে থেমেছে লঙ্কানদের দ্বিতীয় ইনিংস। ফলে ক্যারিবিয়ানদের লক্ষ্য দাঁড়ায় ৩৭৫ রান।
জবাবে খেলতে নেমে জন ক্যাম্পবেলের উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষে ২০ ওভার মোকাবেলায় স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৩৪ রান। শেষ দিনে জয়ের জন্য ক্যারিবীয়দের প্রয়োজন আরও ৩৪১ রান, আর লঙ্কানদের ৯ উইকেট।
চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। আগের দিনে ৪৬ রানের সাথে আজ মাত্র ৪ রান করেই ৫০ প্যাভিলিয়নে ফিরেন ধনঞ্জয় ডি সিলভা। তবে ষষ্ঠ উইকেটে নিশাঙ্কা এবং ডিকওয়েলার বিশাল পার্টনারশিপে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সফরকারীরা।
মাত্র চতুর্থ লঙ্কান ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়েছেন পাথুম নিশাঙ্কা। সেই সাথে শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে প্রথমবারের মত বিদেশের মাটিতে অভিষেকেই সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। শেষ পর্যন্ত ২৫২ বলে ১০৩ রানে থামে তার ইনিংস, যেখানে ছিলো ৬টি বাউন্ডারি।
অভিষেকেই নিশাস্কা সেঞ্চুরির দেখা পেলেও আরও একবার সেঞ্চুরির কাছে যেয়েও আক্ষেপে পুড়তে হয়েছে নিরোশান ডিকওয়েলাকে। মাত্র ৪ রানের জন্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ বঞ্চিত হয়েছেন তিনি। কেমার রোচের বলে বোল্ড হয়ে ৮ চারে ১৬৩ বলে ৯৬ রানে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।
Discussion about this post