নিউজ ডেস্ক
আজ শুক্রবার (২৬ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।
জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন তারা। করোনাভাইরাস মহামারির এ সময়ে খুবই সীমিত পরিসরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।
এরপর জাতির পিতার স্মৃতি বিজড়িত ৩২ নম্বরের বাড়িতে ঢোকেন বঙ্গবন্ধুর দুই কন্যা।
সেখানে দুই বোন আরও একবার জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে দুজন বাড়িটি ঘুরে দেখেন।
পরে প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বঙ্গবন্ধু জাদুঘরে প্রবেশ করেন এবং ১৫ আগস্টের কালোরাতে ঘাতকের গুলিতে নিহত মহান নেতা রক্তাক্ত অবস্থায় সিঁড়িতে যেখানে পড়ে ছিলেন সেখানে ফুলের তোড়া অর্পণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল এ সময় অভিবাদন জানায়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। সূত্র : বাসস
Discussion about this post