খেলাধুলা ডেস্ক
ত্রিদেশীয় সিরিজে আয়োজক দেশ নেপালের সঙ্গে হেরে ১৭ বছরের শিরোপা খরা মেটানোর অপেক্ষাটা বাড়ল এক ধাপ। `
ট্রফি হারানোর বেদনা ছুঁয়ে গেছে জাতীয় ফুটবলারদেরও। গতকাল সোমবার ফাইনাল ম্যাচ শেষে জামাল-রাকিবদের চেহারায় স্পষ্ট ফুঁটে উঠেছে সেই নিদারুণ চিত্র। ম্যাচটি ২-১ গোলে হারে বাংলাদেশ।
জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার কণ্ঠেও যেন সেই হতাশার প্রতিচ্ছবি। দেশবাসীর কাছে তিনি ক্ষমা চাইলেন হাতজোর করে। ত্রিদেশীয় সিরিজের অফিসিয়াল টিভিসত্ত্ব নেয়া টি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সরি বলবো। আমরা জিততে পারি না। আমরা জিততে পারি না। অধিনায়ক হিসেবে আমি অনেক হতাশ বোধ করছি। অবশ্যই পুরো বাংলাদেশই হতাশ। আমি সবার কাছে ক্ষমা চাইছি।’
প্রথম দুই ম্যাচে পারফর্ম করা বাংলাদেশ ফাইনালে এভাবে হোঁচট খাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অধিনায়ক বলেন, ‘আসলে আমরা বড় মঞ্চে বা বড় ম্যাচ পেলে আমাদের পারফর্ম করা উচিৎ। অনেক প্লেয়ার আজকে যেন লুকিয়ে ছিল। বড় ম্যাচে লুকিয়ে থাকার সুযোগ নেই। বড় ম্যাচে বড় প্লেয়াররা পারফর্ম করবে।’
ফাইনালে ফুটবলারদের নার্ভাসনেসই মূলত এমন হতাশার কারণ বলে মন্তব্য করেন জামাল। বলেন, ‘ফার্স্ট হাফ ভালো যায়নি কারণ অনেক প্লেয়ার নার্ভাস ছিল। নতুন টিম। অনেক নতুন প্লেয়ার আসছে। আমি নিজেও বলেছি নার্ভাস থাকা যাবে না। ইজি খেলতে হবে। নার্ভাসনেস থাকলে খেলায় পারফর্ম করা কঠিন।
‘অনেক খারাপ লাগতেছে। গ্রেট অপুরটুনিটি, গ্রেট স্টেজ, অনেক ফ্যান্স।’
নিজেদের ভুলেই নেপালের কাছে এভাবে হারতে হয়েছে বলে মনে করেন জামাল।
ব্যাখ্যা করলেন ভুলগুলো এভাবে, ‘যে গোল ওরা পেয়েছে সেটা আমাদের পারসোনাল মিসটেক। প্রথম ম্যাচে কে গোল করেছে জানি না। একেবারে আনমার্ক ছিল। দ্বিতীয় গোলটাও বলতে হবে শিশুসুলভ মিস করেছি। এই মিসটেকগুলো থেকে শেখা উচিৎ আমাদের। ভবিষ্যতে এই মিসটেক করা যাবে না নাহলে আমরা অনেক বড় সমস্যায় পড়ে যাব।’
দেশের ফুটবলারদের গোল করার সমস্যা নিয়ে অধিনায়ক দোষ দিলেন লিগের ফুটবল সিস্টেমকে। বলেন, ‘সবাই বলে আমরা গোল করতে পারি না। রিজন হইলো লিগে সব বিদেশিরা খেলে। আমি অন্য রিজন দেখি না।’
এমন হতাশার মাঝেও সিরিজে প্রাপ্তি খুঁজে পান জামাল। বলেন, ‘বড় প্রাপ্তিটা কী? অর্জন সেই অর্থে নেই। আবার বলা যেতে পারে, ফাইনালে খেলেছি, অনেক নতুন প্লেয়ার আসছে। কোচ নতুন প্লেয়ার পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। সামনে তো বিশ্বকাপ বাছাই। ওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উনি ওভারল দেখতে পারবেন যে কোন প্লেয়ার লাগবে।’
শক্তিশালী হয়ে ফিরে আসতে চান তিনি। দৃঢ় কণ্ঠে বলেন, ‘আবারও সরি বলি। আশা করছি আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।’
Discussion about this post