খেলাধুলা ডেস্ক
সার্বিয়ার বিপক্ষে রোনালদোর ‘বৈধ গোল’ না দিয়ে প্রচন্ড সমালোচনার মুখে পড়েছিল রেফারি।যার জন্য শেষ পর্যন্ত ক্ষমাও চাইতে হয় ডাচ রেফারি ডেনি ম্যাককেলিকে।
আজ লুক্সেমবার্গের বিপক্ষেও শুরুতে গোল খেয়ে ফের পয়েন্ট হারানোর শঙ্কা জেগেছিল পর্তুগিজ শিবিরে। তবে ইউরোপসেরাদের সেই শঙ্কা কাটিয়ে দেন রোনালদো ও দিয়েগো জোতারা। প্রতিপক্ষের মাঠে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো
প্রতিপক্ষের মাঠে এদিন শুরু থেকে বেশ গোছানো ফুটবল খেলে ফার্নান্দো সান্তোসের দল। তবে আক্রমণভাগের ব্যর্থতায় গোল পেতে ব্যর্থ হয় ইউরোপসেরারা। উলটো স্রোতের বিপরীতে ৩০তম মিনিটে চমকে দিয়ে ঘরের মাঠে এগিয়ে যায় লুক্সেমবার্গ। সতীর্থের ক্রসে ডি-বক্সে দারুণ ডাইভিং হেডে বল জালে পাঠান ফরোয়ার্ড রদ্রিগেস। তারপর অনেক চেষ্টা করেও স্বাগতিকদের ডিফেন্সে চিড় ধরাতে পারছিল না সফরকারীরা।
অবশেষে বিরতিতে যাওয়ার আগে ম্যাচে ফিরে পর্তুগাল। প্রথমার্ধের যোগ করা সময়ে চোট নিয়ে মাঠ ছাড়া জোয়াও ফেলিক্সের বদলি নামা পেদ্রো নেতো ডি-বক্সের বাঁ দিকে একজনকে কাটিয়ে ক্রস বাড়ান। ছয় গজ বক্সে লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন লিভারপুল ফরোয়ার্ড জোতা। আগের ম্যাচেও সার্বিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন ২৪ বছর বয়সী তরুণ এই ফুটবলার।
দ্বিতীয়ার্ধে এসে শুরু থেকে এগিয়ে যেতে মরিয়া হয়ে উঠে পর্তুগাল। একের পর এক আক্রমণে স্বাগতিকদের ডিফেন্স ব্যতিব্যস্ত রাখে ফার্নান্দো সান্তোসের দল। ৫ মিনিট পর ফলও আসে। ডান দিক থেকে কানসেলোর ক্রসে ছয় গজ বক্সের সামনে একটু লাফিয়ে নেওয়া ভলিতে জাল খুঁজে নেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
পর্তুগালের জার্সিতে রোনালদোর গোল হলো ১০৩টি। আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আলী দাইকে স্পর্শ করতে পর্তুগিজ মহারাজার আর প্রয়োজন মাত্র ৬ গোল।
অবশ্য দু মিনিট পরই পর্তুগালের জয়সূচক গোলটি করেন বদলি নামা জোয়াও পালিনিয়া। নেতোর কর্নারে কাছ থেকে হেডে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলটি করেন স্পোর্টিং সিপির এই মিডফিল্ডার। ৪ মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড খেয়ে মাঠ লুক্সেমবার্গের ডিফেন্ডার মাক্সিম। দশজনের লুক্সেমবার্গকে পেয়েও আর কোন গোল করতে পারেনি সফরকারীরা। ফলে ৩-১ গোলের জয় নিয়েই বাড়ি ফিরে রোনালদোরা।
এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ ‘এ’ এর শীর্ষে উঠে এসেছে পর্তুগাল। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ফার্নান্দো সান্তোসের দলের পয়েন্ট ৭। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সার্বিয়া।
রাতে গ্রুপ জি’এর নিজেদের তৃতীয় ম্যাচে জিব্রাল্টারের জালে রীতিমতো গোলউৎসব করেছে নেদারল্যান্ডস। ভিক্টোরিয়া পার্কে বিরতির আগে মাত্র এক গোল দেওয়া ডাচরা দ্বিতীয়ার্ধে গুনে গুনে আরও ৬ গোল দিয়েছে। নিজেদের মাঠে ম্যাচের শুরুতে চল্লিশ মিনিট সফরকারীদের আটকিয়েও ৭ গোল খেল।
বিরতির আগে ডাচদের এগিয়ে দেন স্টিভেন বার্গুইজ। তারপর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন মিম্পিস ডিপেই। একটি করে গোল করেন লুক ডি জং, উইনাল্ডম, ডেভিড মালেন ও ভেন ডি বিক।
Discussion about this post