খেলাধুলা ডেস্ক
ফাইনালটা নিশ্চিতই ছিল বাংলাদেশের। আগের তিন ম্যাচে জয়। সেজন্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ছেড়ে কথা বলেনি স্বাগতিকরা। শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত থেকেই ফাইনালে গিয়েছে আরদুজ্জামান-তুহিনরা।
নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটায় দারুণ লড়াই হয়েছে অবশ্য। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ১৪-০৯ ব্যবধানে। এরপর সফরকারী লঙ্কানরা লড়াইয়ে ফিরেছিল। তবে শেষ রক্ষা হয়নি দলটির। বাংলাদেশ শেষ হাসি হেসেছে ৩৩-৩১ ব্যবধানে।
নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডকে ৪০-২২ ব্যবধানে হারায় লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে কেনিয়ার দারুণ প্রতিরোধের মুখেই পড়তে হয়েছিল বাংলাদেশকে। তবে শেষমেশ ৩২-২৯ ব্যবধানের জয় তুলে নিতে সক্ষম হয় তারা। আর নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে জয়টা বেশ হেসেখেলেই পেয়েছে স্বাগতিকরা। ফ্লাইট জটিলতার জন্য দেরিতে বাংলাদেশে আসা দলটিকে হারায় ৩৫-২০ ব্যবধানে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টটি শুরু হয়েছে গত ২৮ মার্চ। আগামী শুক্রবার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বঙ্গবন্ধু কাপ কাবাডির।
Discussion about this post