খেলাধুলা ডেস্ক
বাছাইয়ের ম্যাচে জয় পেয়েছে সাবেক দুই চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ইতালি। বুধবার রাতের ম্যাচে পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। লিথুনিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইতালি।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ১৯তম মিনিটে স্পট কিক থেকে গোল করে ইংলিশদের এগিয়ে নেন হ্যারি কেইন। তবে ৫৮তম মিনিটে সমতা আনে পোল্যান্ড। ম্যাচের ৮৫ তম মিনিটে ব্যবধান গড়ে দেন হ্যারি ম্যাগুইয়ার। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
‘আই’ গ্রুপে গ্রুপে তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে পোল্যান্ড চারে আছে।
এদিকে ‘সি’ গ্রুপের ম্যাচে ইতালির প্রতিপক্ষ ছিল লিথুনিয়া। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে ৪৭তম মিনিটে স্তেফানো সেনসির গোলে লিড নেয় চারবারের বিশ্বকাপজয়ীরা। পরে ম্যাচের নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে সিরো ইম্মোবিলে আরও একটি গোল করেন। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।
এই জয়ে ‘সি’ গ্রুপের তিন ম্যাচের তিনটি জিতে শীর্ষেই রয়েছে ইতালি। আর দুটি ম্যাচ খেলে সবকটিতে হেরে তলানিতে লিথুনিয়া।
Discussion about this post