খেলাধুলা ডেস্ক
দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী এমার্জিং দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির শতকে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে তারা।
প্রথমে ব্যাট করে সফরকারীরা তাদের ৫০ ওভারে তোলে ১৯৬ রান। জবাবে জ্যোতির অপরাজিত ১০০ রানের ইনিংসে চড়ে ২৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুই পেয়েছিল সাউথ আফ্রিকা। আন্ড্রি স্টেইন ও রবিন সিয়ার্লের উদ্বোধনী জুটি তাদের এনে দেয় ৫৭ রান।
সিয়ার্লের বিদায়ের পর আরও দুই উইকেট হারিয়ে বিপদের মুখেই ছিল তারা। কিন্তু অ্যানেক বশের সঙ্গে ৭৮ রানের জুটি গড়ে সে বিপদ সামাল দেন স্টেইন।
তিনি ৮০ রানে ফিরে যাওয়ার পর বড় সংগ্রহ গড়ার আশা মিইয়ে যায় সাউথ আফ্রিকার। বশও ফেরেন ৪২ রানে। শেষ পর্যন্ত নিজেদের ৫০ ওভারে ৮ উইকেটে তারা তুলতে পারে ১৯৬।
বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট পান নাহিদা আক্তার ও রিতু মনি। একটি উইকেট পান সালমা খাতুন।
জবাবে পাওয়ারপ্লের মধ্যে দুই ওপেনার শামিমা সুলতানা ও মুর্শিদা খাতুন বিদায় নিলেও ফারজানা হককে নিয়ে সেই বিপদ সামলে নেন অধিনায়ক জ্যোতি। দুজনে মিলে গড়েন ৪৪ রানের জুটি।
তারপর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ এমার্জিং। জ্যোতি ও রুমানা আহমেদ ১১৬ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে জয় নিয়েই মাঠ ছাড়েন।
লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি নিজের সেঞ্চুরিতেও পৌঁছে যান জ্যোতি। ১৩৫ বলে তিনি করেন অপরাজিত ১০০, সেখানে ছিল ১১টি চার।
পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ নারী এমার্জিং দল। বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
Discussion about this post