শিক্ষার আলো ডেস্ক
এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় (২০২০-২০২১ শিক্ষাবর্ষ) উত্তীর্ণ হয়েছেন কুমিল্লার বিল্লাল হোসেনের দুই জমজ ছেলে আরিফ হোসেন ও শরীফ হোসেন । তাদের বাড়ি জেলার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মানরা গ্রামে।
মেডিকেলে ভর্তির সুযোগ পেলেও দরিদ্র অটো রিকশা চালক পিতার পক্ষে তাদের লেখা-পড়ার খরচ চালিয়ে যাওয়া দুঃসাধ্যের।
গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদে চোখ আটকে যায় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের। এর পরই অদম্য মেধাবীদের পড়ালেখার জন্য নগদ ১ লক্ষ টাকা পাঠান তিনি।
আজ শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে মন্ত্রীর পক্ষ থেকে আরিফ ও শরীফের বাবা বিল্লাল মিয়ার হাতে এ টাকা তুলে দেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম।
এছাড়াও অতীতের ন্যায় আরিফ ও শরীফের পড়ালেখা জন্য আর্থিক সহযোগিতা করেন স্থানীয় এ সংসদ সদস্য।
প্রসঙ্গত, গত রোববার (৪ মার্চ) ২০২০-২১ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। মোট পাস করেছে ৪৮ হাজার ৯৭৫ জন। পাশের হার ৩৯ দশমিক ৮৬ শতাংশ। নির্বাচিত ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থার মধ্যে ছাত্রী ২ হাজার ৩৪১ জন (৫৪ ভাগ) এবং ছাত্র ২ হাজার ৯ জন (৪৬ ভাগ)। তাঁদের মধ্যে চলমান শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত হয়েছেন ৩ হাজর ৯৩৭ জন এবং পূর্ব শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত ৪১৩ জন।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যমজ ভাই আরিফ-শরিফ। আরিফ হোসেন জাতীয় মেধায় ৮২২তম হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও শরিফ হোসেন ১১৮৬তম হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
Discussion about this post