নিজস্ব প্রতিবেদক
আজ বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার পর প্রকাশিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রথম মেধাতালিকা ফল।
শিক্ষার্থীরা এসএমএস এর মাধ্যমে nu<space>athn<space>roll no টাইপ করে 16222 নম্বরে পাঠিয়ে তাদের ফল জানতে পারবেন। এছাড়া রাত ৯টার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকেও ফল জানা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞতিতে জানিয়েছে, উর্ত্তীণ শিক্ষার্থীদের আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনের মাধ্যমে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে। আর ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে ক্লাস শুরু হবে।
বিজ্ঞতিতে আরও বলা হয়েছে, প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ৮ সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে। সংশ্লিষ্ট সকলকে কোভিড-১৯ মহামারি সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে।
প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম নিচের সময়সূচি অনুযায়ী হবে:
১) প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহের তারিখ: ১-১১ সেপ্টেম্বর
২) শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাকিং এর মাধ্যমে জমা দেয়ার তারিখ: ২-১২ সেপ্টেম্বর
৩) কলেজ কর্তৃক প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ: ২-১৩ সেপ্টেম্বর
৪) সংশ্লিষ্ট কলেজকে ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি (জনপ্রতি ৪৮৫ টাকা হারে) কোন সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ: ১৪-২০ সেপ্টেম্বর
জানা গেছে, এবছরও এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি করা হচ্ছে। ভর্তি সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus (Honours)/Important Notice অপশন থেকে জানা যাবে।
Discussion about this post