জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) অনার্স শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ে করণীয় নির্দেশনা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত সাপ্তাহিক সূচি (সংযুক্তি-১) অনুযায়ী শ্রেণিকক্ষে সরাসরি পাঠদানের ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি চলমান অনলাইনে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে;
২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স ভর্তিকৃত সকল শিক্ষার্থীকে ওরিয়েন্টেশনের সময় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত ৪ (চার) বছর মেয়াদি একাডেমিক ক্যালেন্ডার (সংযুক্তি-২) সম্পর্কে সম্যকভাবে অবহিত করতে হবে। কলেজের পক্ষ থেকে একাডেমিক ক্যালেন্ডারের একটি কপি প্রত্যেক শিক্ষার্থীর নিকট হস্তান্তর করতে হবে;
কোভিড-১৯ জনিত অতিমারীর কারণে সৃষ্ট সেশনজট নিরসনে কোর্সভূক্ত প্রতিটি বিষয়ে বর্ষওয়ারী ক্লাস শুরু ও শেষ, ফর্ম পূরণ, পরীক্ষা শুরু ও শেষ এবং ফলাফল প্রকাশের তারিখ উক্ত একাডেমিক ক্যালেন্ডারে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
এতে সেশনজট কমিয়ে আনতে বছরে ১৯৫ দিন শ্রেণী কার্যকাল নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী চলমান সেশনে ভর্তিকৃত অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীরা ডিসেম্বর ২০২৪ এর মধ্যে অনার্স ডিগ্রী সম্পন্ন করতে সক্ষম হবে;
অধ্যয়নরত শিক্ষার্থীরা যাতে ডিগ্রী অর্জনের পাশাপাশি কর্মূখী শিক্ষা গ্রহণ করতে পারে সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়ােজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়নে ক্রিটিক্যাল থিংকিং-এর মূল্যায়নের ওপর গুরুত্বারাোপ করা হবে;
Discussion about this post