খেলাধূলা ডেস্ক
ধীরে ধীরে যেন জাতীয় দল থেকে হারিয়ে যাচ্ছে সিনিয়র ক্রিকেটারদের ছায়া। মাশরাফি বিন মুর্তজা নেই অনেক দিন ধরেই। মাহমুদউল্লাহ রিয়াদও টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। পাকিস্তান সিরিজে থাকছেন না সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
এক্ষেত্রে শুধু চোটই ভূমিকা রেখেছে- জোর গলায় এমনটি বলার সুযোগ নেই। জাতীয় দলে, বিশেষত টি-টোয়েন্টি দলে সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে গোটা দেশেই। তবে জাতীয় দলের টিম ডিরেক্টর সিনিয়রদের অনুপস্থিতিকে ঘাটতি হিসেবে দেখতে চান না।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমি ক্রিকেটারদের মধ্যে সিনিয়র জুনিয়র দেখি না। প্রত্যেকেই ক্রিকেটার। প্রত্যেক ক্রিকেটারই বাংলাদেশের ক্রিকেটের জন্য অপরিহার্য, ক্রিকেটাররা তো অবশ্যই।’
ক্রিকেটাররা ছুটি চাইলে কিংবা খেলতে না চাইলে তাতে বোর্ডের প্রভাব রাখার কোনো সুযোগ নেই- এমনটিই জানালেন এই প্রভাবশালী বোর্ড পরিচালক। তার মতে, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়রা বিশ্রাম নেওয়ার সুযোগ চাওয়াও দোষের কিছু নয়।
সুজন বলেন, ‘এটা আমি এক্স্যাক্টলি বলতে পারব না। ওরা খেলবে কি খেলবে না ওদের সিদ্ধান্ত। রিয়াদ যেমন টেস্ট থেকে সরে দাঁড়িয়েছে, এটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। বিসিবি তো ওদের নিয়ন্ত্রণ করতে পারবে না।’
‘অনেকের আবার ইঞ্জুরিও আছে। যেভাবে এখন টানা খেলা হচ্ছে, ফিটনেসের ব্যাপারও আছে। এ ব্যাপারে বিসিবির কাউকে আটকানোর এখতিয়ার নেই।’- বলে জানান তিনি।
Discussion about this post