নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে উদ্দীপ্ত বাংলাদেশের আয়োজনে প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বই বিনিময় উৎসব হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদমিনার চত্বরে এ উৎসব হয়।
চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এ উৎসবের উদ্বোধন করেন। এ সময় চবি উপ-উপাচার্য বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, ছাত্র উপদেষ্টা সিরাজ উদ দৌল্লাহ্, শামসুন্নাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা আঁখি, সংগঠনের সভাপতি হাসিবুল খান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
হাজারেরও বেশি বই নিয়ে আয়োজন করা হয় এ বই বিনিময় উৎসব। যেকোনো পঠিত বই জমা দিয়ে বিনিময়ে নেওয়া যাবে পছন্দমতো সমান পরিমাণ বই। বই পড়ায় পাঠকদের উৎসাহিত নেওয়া হয়েছে এমন উদ্যোগ।
Discussion about this post