শিক্ষার আলো ডেস্ক
ঢাকা কলেজের সাথে রয়েছে আমার নাড়ির টান উল্লেখ করে শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি বলেন- আমার বাবাও এই কলেজের ছাত্র ছিলেন। আমাদের আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের অনেকেই এই শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী ছিলেন। ১৯৪৬ সালে সালে মেঘনাপাড়ের এক ছেলেও এখানে এসেছিলেন পড়তে এবং সেই মানুষটি আগেই রাজনীতি সচেতন হওয়ায় এখানে এসে পুরোপুরি রাজনীতির সাথে জড়িয়ে গিয়েছিলেন এবং ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের অন্যতম একজন। আর সে কারনেই ১৯৫৩ সালে ছাত্রলীগের যখন প্রথম কাউন্সিল হয় সেই কাউন্সিলে প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন এম এ ওয়াদুদ যিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন।
বুধবার (২ মার্চ) ঢাকা কলেজে ২০২১-২২ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এভাবেই স্মৃতিচারণ করেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, গত প্রায় দুই বছরে করোনা অতিমারির মধ্যে তোমাদের পড়াশোনায় বিঘ্ন ঘটেছে। এর মধ্যেও আমরা পরীক্ষা নিয়ে যথাসময়ে ফলাফল প্রকাশ করেছি এবং কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছি।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচাল অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই,কে সেলিম উল্লাহ খোন্দকার ও সরকারী তিতুমীর কলেজে অধ্যক্ষ তালাত সুলতানা ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া সাহা সহ আরো অনেকেই।
Discussion about this post