মো. সাইদুল ইসলাম চৌধুরী
‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল নারী উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরুপ রোকিয়া পদক প্রাপ্ত অধ্যাপক হাসিনা জাকারিয়াকে সম্মাননা প্রদান, কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ক সেমিনার, আলোচনা সভা ও কেক কাটা।
আজ মঙ্গলবার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরের, হল রুমে ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান। আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, উপ—উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী,কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, সংবর্ধিত অতিথি অধ্যাপক হাসিনা জাকারিয়া, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রেহেনুমা সুলতানা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের সহকারী অধ্যাপক সুরাইয়া মমতাজ এবং কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. সেহেলী নারগিস।
আলোচনা সভায় বক্তারা বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হাসিনা জাকারিয়া এক অনুপ্রেরণার নাম, যা নারীদের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব। নারী উন্নয়নে অবদানের জন্য তিনি রোকিয়া পদক অর্জন করেছেন, যা সাদার্ন ইউনিভার্সিটির জন্য অনেক গর্বের। যিনি নিজ কর্মগুণে প্রশংসিত ও মহয়সী এক নারী। আজ তাঁকে সম্মাননা জানাতে পেরে সাদার্ন পরিবারও আনন্দিত ও গর্বিত।
বক্তারা আরও বলেন, নারীর ক্ষমতায়ন জোর করে হয় না বরং যোগ্যতা দিয়ে অর্জন করে নিতে হয়। নারীরা যত শিক্ষিত হবে সমাজ তত দ্রুত এগোবে। তবে নারী উন্নয়ন ব্যতিত সমাজের সামগ্রিক অগ্রগতি অসম্ভব। বিভিন্ন প্রতিবন্ধকতায় চ্যালেঞ্জ মোকাবেলা করে সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে নারীরা। দেশের অর্থনীতি উল্লেখযোগ্য অবদান রাখছে তারা। যোগ্যতা প্রমাণ দিয়ে নারীরা এখন সব পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী সমাজের উন্নয়নের জন্য বিশ্বের কাছে এখন রুল মডেল হিসেবে বিবেচিত হচ্ছেন। স্বাবলম্বী হয়ে আর্থিক ও বস্তুগত প্রবৃদ্ধির মাধ্যমেই নারীদের এগিয়ে যেতে হবে। নারী পুরুষ আলাদা করে দেখার সুযোগ নেই, সবাই মিলেমিশে নতুন কিছু সৃষ্টির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে তবেই দেশের উন্নয়ন হবে।
Discussion about this post