তথ্যপ্রযুক্তি খাত হতে ২০২৫ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার রফতানি আয় অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধরণ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
করোনার তান্ডবে যেন এই লক্ষ্যমাত্রা অর্জন ব্যহত না হয় সে জন্য করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের নিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে অনলাইন আলোচনা সভা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের সভাপতিত্বে বৈঠকে মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বৈঠকের মধ্য দিয়ে আইসিটি বিভাগের তত্ত্বাবধানে এল আই সি টি প্রকল্পের আওতায় কৌশলপত্র প্রণয়নের কাজ শুরু হয়।
Discussion about this post