নিজস্ব প্রতিবেদক
মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া রাজশাহীর বাঘা উপজেলার হতদরিদ্র অন্তরা খাতুনের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক আব্দুল জলিল। সোমবার (১১ এপ্রিল) নিজ দপ্তরে অদম্য মেধাবী অন্তরার হাতে নগদ তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অন্তরা খাতুনের মা রওশন আরা বেগম, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
অন্তরা খাতুনের পরিবারকে মুজিব শতবর্ষের আধা পাকা বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক।
অন্তরা খাতুন জেলার বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর এলাকার আলাউদ্দিনের মেয়ে। তার জন্মের দুই বছরের মাথায় দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান বাবা। এ সময় ঝিয়ের কাজ করে কোনো রকমে সংসারের হাল ধরনের মা রওশন আরা বেগম। অর্থাভাবে ছেলে সোহেল রানাকে পড়াশোনা করাতে পারেননি তিনি। কিন্তু কষ্ট করে মেয়েকে পড়িয়েছেন।
অন্তরা তার সাফল্যের বিষয়ে বলেন ,প্রতিদিন ৬-৭ ঘণ্টা পড়ালেখা করেছি। পাশাপাশি প্রতিবেশী ছেলে-মেয়েদের টিউশন করিয়েছি। আবার কখনও কখনও মায়ের সঙ্গে হাতের কাজ করেছি। এই আয় থেকে নিজের পড়ালেখা খরচের পাশাপাশি সংসারের খরচ করেছি। মে মাসের মেডিক্যালে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। চিকিৎসক হয়ে মানুষের জীবন বাঁচাতে নিজেকে নিয়োজিত করতে চাই।
বর্তমানে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে ছেলে সোহেল রানাও মায়ের পাশে দাঁড়ান।
Discussion about this post