নিজস্ব প্রতিবেদক
“আধুনিক প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতি দৈনন্দিন পেশাগত জীবনে ব্যবহার এখন ফ্যাশন নয়, বরং অপরিহার্য উপাদান।” হিসাব বিজ্ঞান বিভাগ, ওমরগণি এম.ই.এস. কলেজে স্মার্ট ক্লাসরুম উদ্ভোধন করার প্রাক্কালে অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ আ.ন.ম.সরওয়ার আলম একথা বলেন।
তিনি আরও বলেন, “হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বাহার উদ্দিন মো: জোবায়ের এর প্রত্যক্ষ তত্বাবধান ও পরিকল্পনায় স্বল্প ব্যয়ে গঠিত এই স্মার্ট ক্লাসরুম অত্র এলাকার কলেজ সমূহের জন্য একটি আলোকবর্তিকা ও মাইলফলক। শিক্ষক-শিক্ষার্থী উভয়ের জন্য এই স্মার্ট ক্লাসরুম উপকার বয়ে আনবে বলে আমার বিশ্বাস।”
বিশেষ অতিথি ওমরগণি এম.ই.এস. কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী বলেন, অধ্যাপক বাহার উদ্দিন মো: জোবায়ের একজন কাজ পাগল মানুষ। ডিজিটাল যুগে আধুনিক পাঠদান পদ্ধতির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে সহজ ও স্থায়ীভাবে শিক্ষাদানের জন্য স্মার্ট ক্লাসরুম তৈরী করে তিনি শুধু কলেজের নয়, শিক্ষক-শিক্ষার্থী সকলের চিন্তা চেতনায় একটি মৌলিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। অধিকন্তু, বিগত কোভিড-১৯ এর প্রাক্কালে অনলাইনে হিসাববিজ্ঞান বিষয়ে একটানা ২০০টি ক্লাস করে আলোড়ন সৃষ্টি করেছিলেন। সে ক্লাস এখনও চলমান।
ওমরগণি এম.ই.এস. কলেজের স্মার্ট ক্লাসরুমের রুপকার ও অনুষ্ঠানের সঞ্চালক অধ্যাপক বাহার উদ্দিন মো: জোবায়ের বলেন, স্মার্ট ক্লাসরুম বলতে বোঝায় আধুনিক প্রযুক্তি অর্থাৎ বিভিন্ন ধরনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ইন্টারনেটভিত্তিক ক্লাসরুম যেখানে সকল শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে। স্মার্ট ক্লাসরুমের জনপ্রিয়তা ও সুবিধা এখন আকাশচুম্বী। পেছনে পড়ে থেকে কল্পনাতীত সুবিধা থেকে নিজেকে ও শিক্ষার্থীদেরকে আমরা বঞ্চিত করতে পারিনা। ডিজিটাল পদ্ধতির এই আধুনিক ক্লাসরুমের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে পাঠ হয়ে উঠবে আকর্ষণীয় ও সহজবোধ্য। স্মার্টলি পাঠদান করার ক্ষেত্রই হচ্ছে “স্মার্ট ক্লাসরুম”।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খোরশেদ আলম, শিক্ষক পরিষদের সেক্রেটারী অধ্যাপক নুরুল আমিন, আই.সি.টি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো: এরশাদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আয়েশা বেগম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোর্শেদ হোসেন, প্রভাষক মিনু আরা বেগম, প্রভাষক সাইফুল ইসলাম ও ইংরেজী বিভাগের প্রভাষক কাজী খায়রুন্নেছা খানম।
সর্বশেষে একটি ডেমো ক্লাস প্রদর্শন করেন অধ্যাপক বাহার উদ্দিন মো: জোবায়ের।
Discussion about this post