নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক শিক্ষায় উপজেলা পর্যায়ে রাঙ্গুনিয়ার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন প্রধান শিক্ষিকা ফাতেমাতুজ জোহরা। গত ১৫ সেপ্টেম্বর উপজেলা শিক্ষা অফিস, রাঙ্গুনিয়া থেকে এক স্মারকে প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে তাঁর নাম ঘোষণা করা হয়। তিনি রাঙ্গুনিয়া উপজেলার মধ্য নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত। ফাতেমাতুজ জোহরা ২০১৭ সালে উক্ত বিদ্যালয়ে ৩৪ তম বিসিএস (নন ক্যাডার) উত্তীর্ণ প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।
তিনি মধ্য নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে সততা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সহ-পাঠক্রমিক ,সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমেও ভালো ফলাফল অর্জন করে আসছে । করোনাকালীন সময়ে মাল্টিমিডিয়া প্রযুক্তিতে পাঠদানেও সুনাম অর্জন করে এই বিদ্যালয়। তাঁর দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ বিদ্যালয়ের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। বিদ্যালয়বান্ধব এই সকল সাফল্যের স্বীকৃতিস্বরুপ এই পদক পেলেন তিনি।
পদকপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ফাতেমাতুজ জোহরা বলেন, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রাথমিক শিক্ষা পরিবারের সব সম্মানিত কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও সহকর্মীদের। একই সঙ্গে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের প্রতি জানাই অকৃত্রিম স্নেহ ও ভালোবাসা। সবার প্রেরণা ও উৎসাহে আজ আমার এই অর্জন।
উল্লেখ্য যে, প্রধান শিক্ষিকা ফাতেমাতুজ জোহরার পিতা নজরুল ইসলাম একই উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত একজন প্রধান শিক্ষক।
এদিকে গত ১৫ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাঙ্গুনিয়ার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় ফাতেমাতুজ জোহরাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের পরিচালনা কমিটি। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: জামাল উদ্দিন, সহ-সভাপতি মো: হারুন সহ সকল শিক্ষকবৃন্দ।
প্রাথমিক শিক্ষা পদক ২০২২ (রাঙ্গুনিয়া উপজেলা)-র বিভিন্ন বিভাগে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন :
শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার: শিবলু দাশ
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ): মোঃ নাজিম উদ্দিন, প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব), পূর্ব-খুরুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা): ফাতেমাতুজ জোহরা, মধ্য নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ): টিটু সেন, সাবেক রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা): মুন্নি চৌধুরী, মজুমদারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ এসএমসি: সাবেক রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,(সভাপতি ) নির্বানীতোষ সাহা ভাস্কর।
শ্রেষ্ঠ বিদ্যালয় : ঘাগড়া সাত ঘরিয়া পাড়া সপ্রাবি।
শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজ কর্মী: শেখর বিশ্বাস, সভাপতি জে,সি,দাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শিক্ষা প্রশাসনে শ্রেষ্ঠ কর্মচারী: বিনা পাণি বড়ুয়া, উচ্চমান সহকারী, শিক্ষা অফিস, রাঙ্গুনিয়া ।
Discussion about this post