শিক্ষার আলো ডেস্ক
ত্রয়োদশ জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল। শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফজলুল হক মুসলিম হল প্রাঙ্গণে বির্তক উৎসবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল ডিবেটিং ক্লাব এই উৎসব আয়োজন করে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, জলবায়ু পরিবর্তন, কৃষি ও বিজ্ঞান ভিত্তিক এই বিতর্ক উৎসব আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। কৃষিখাত, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ও প্রসার এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিতর্ক চর্চা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই উৎসবের আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ এবং অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। বিতর্ক চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা দেশ ও সমাজের পরিবর্তন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, ‘নোনা জলের সন্তাপে ভাসে এক পৃথিবীর স্নেহকোল, দূর প্রান্তরে জানি জাগবেই আবার জীবনের কল্লোল’- এই স্লোগান ধারণ করে গত ২১ থেকে ২৪ সেপ্টেম্বর আন্তঃস্কুল, আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হয় ‘ত্রয়োদশ জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২২’।
Discussion about this post