নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের সুপ্ত উদ্ভাবনী প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে সাউথ এশিয়ান স্কুলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে রোবেটিকস ওয়ার্ক শপ। তিনদিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ৫ম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা। ওয়ার্ক শপ পরিচালনা করে আলটেরিয়র ইঞ্জিনিয়ারিং নামের চট্টগ্রামের একটি টেকনোলজী প্রতিষ্ঠান।
আলটেরিয়র এর অন্যতম পরিচালক এবং প্রশিক্ষক প্রকৌশলী রিয়াদ আরেফীন বলেন, আমারা এই ওয়ার্ক শপে প্রধানত ৬ষ্ঠ শ্রেণী হতে ১০ম শ্রেণীর স্কুলশিক্ষার্থীদের কাছে রোবট সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করছি। তারা জানবে বেসিক অব ইলেকট্রনিকস, বেসিক অব রোবটস, মাইক্রোকন্ট্রোলারস,মটর কন্ট্রোলিং ,রোবট সেন্সরস,ডাটা রিডিং এন্ড রাইটিং,আরডুইনো প্রোগ্রামিং,রোবট ও ড্রোন তৈরী ইত্যাদি বিষয়ে ।
ওয়ার্কশপ উদ্বোধনী বক্তব্যে সাউথ এশিয়ান স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ লকিতুল্লাহ বলেন, দেশের উৎপাদনশীলতা এবং সমৃদ্ধি বাড়াতে রোবট ও রোবোটিকসের ব্যবহার বর্তমানে ভীষণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর এ লক্ষ্যে রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’র ওপর দক্ষ জনশক্তি গড়ে তুলতে হলে স্কুল জীবন থেকেই এ বিষয়ে আগ্রহ সৃষ্টি ও জ্ঞানবিতরণ করতে হবে। এ বিষয়গুলোতে প্রশিক্ষণ ও রিসার্চ ফ্যাসিলিটি করে দিলে বাংলাদেশ এ ক্ষেত্রে অনেকদূর এগিয়ে যাবে।
ওয়ার্কশপের সার্বিক সমন্বয়কারী স্কুলের সহকারি প্রধান শিক্ষক মো: সালেহ উদ্দিন বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে রোবট যে ভবিষ্যত বিশ্বে কি অভাবনীয় বিপ্লব আনতে যাচ্ছে তা ধারণার অতীত। তাই এখন থেকে নুতন প্রজন্মকে এর সাথে যাতে দ্রুত পরিচয় করিয়ে দেয়া যায় , এজন্যই ডিজিটাল স্কুল সাউথ এশিয়ানের এই উদ্যোগ।
উক্ত ওয়ার্কশপে অংশগ্রহণ করে চরম উচ্ছসিত শিক্ষার্থীরা ! তারা জানায় রোবেটিকস সম্পর্কে অজানা অনেক নুতন তথ্য জেনেছে তারা। ভবিষ্যতে রোবট বানানোর স্বপ্নের কথাও জানায় তারা।
Discussion about this post