নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির বিভাগভিত্তিক যোগ্যতা প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে আগামীকাল সোমবার (১৭ অক্টোবর) থেকে ভর্তি আবেদন শুরু হবে। চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে মোট ১০৪০টি আসন রয়েছে।
রবিবার ( ১৬ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত ভর্তি নির্দেশিকায় এসব তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয়টির ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইট থেকে Apply to Individual University লিংকের মাধ্যমে https://cou.admission4bd.com-এ গিয়ে আবেদন করা যাবে। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা এবং সকল ইউনিটে আবেদন করার জন্য একবারই ফি প্রদান করতে হবে।
এ বছর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে মোট ১৯টি বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
এতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের মোট কোটার আসন ৫৯টি। মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি ও অ-উপজাতি কোটা, শারীরিক প্রতিবন্ধী কোটা, পোষ্য কোটা এবং বিকেএসপি কোটায় শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মোট ১৯টি বিভাগে এক হাজার ৪০ জন শিক্ষার্থী এ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন।
Discussion about this post